Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা
৩৭তম বিসিএস
 
1. একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি?
দায়িত্বশীলতা
নৈতিকতা
দক্ষতা
সরলতা
 
2. জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হল-
সুশাসন
আইনের শাসন
রাজনীতি
মানবাধিকার
 
3. কোনটি ন্যায়পয়ণতার নৈতিক মূলনীতি নয়?
পুরষ্কার ও শান্তির ক্ষেত্রে সমতার নীতি প্রয়োগ
আইনের শাসন
সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ
অধিকার ও সুযোগের ক্ষেত্রে সমতার নিশ্চিতকরণ
 

4. UNDP সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে?
৬টি
৭টি
৮টি
৯টি
 
5. সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি?
যথা সময়ে অফিসে আগমন ও অফিস ত্যাগ করা
দাপ্তরিক কাজে কোন অবৈধ সুবিধা গ্রহণ না করা
নির্মোহ ও নিরপেক্ষ ভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা
উর্ধ্বতন কর্তৃপক্ষের যে কোন নির্দেশ প্রতিপালন করা
 
6. “সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়” – উক্তিটি কার?
এরিষ্টটল
জন স্টুয়ার্ট মিল
ম্যাককরনী
মেকিয়াভেলি
 

       

Try Again

Back To MCQ Page