Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা
৩৭তম বিসিএস
 
1. বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়?
সিলেট
টেকনাফ
কক্সবাজার
সন্দ্বীপ
 
2. বাংলাদেশের কোন অঞ্চল বেশী খরা প্রবণ?
উত্তর-পূব অঞ্চল
উত্তর-পশ্চিম অঞ্চল
দক্ষিণ-পশ্চিম অঞ্চল
দক্ষিণ-পূর্ব অঞ্চল
 
3. নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নিধারণ করে না?
অক্ষরেখা
দ্রাঘিমারেখা
উচ্চতা
সমুদ্রস্রোত
 

4. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
নতুন দিল্লী
কলম্বো
ঢাকা
কাঠমুন্ডু
 
5. নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকার পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে?
ভূমিকম্প
সমুদ্রের জলস্তরের বৃদ্ধি (Sea level rise)
ঘূণিঝড় ও জলোচ্ছাস
খরা বা বন্যা
 
6. নিম্নের কোন আপদটি (Hazard) পৃথিবীর মানুষের মৃত্যুর প্রধান কারণ?
সড়ক দুর্ঘটনা
তামাক ও মাধকদ্রব্য গ্রহণ
বায়ু দূষণ
ক্যান্সার
 

       

Try Again

Back To MCQ Page