Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা
৩৬তম বিসিএস
 
1. সুশাসনের পূর্বশর্ত হচ্ছে-
অর্থনৈতিক উন্নয়ন
অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন
সামাজিক উন্নয়ন
সবগুলোই
 
2. নৈতিক আচরণবিধি (Code of ethics) বলতে বুঝায় -
মৌলিক মূল্যবোধ সংক্রান্ত সাধারণ বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে
বাস্তবতার নিরিখে আচরণের মানদন্ড নির্ধারিত সংক্রান্ত আচরণবিধি
দৈনন্দিন কার্যকলাপ ত্বরান্বিত করণে প্রণীত নৈতিক নিয়ম, মানদন্ড বা আচরণবিধি
উপরের তিনটিই সঠিক
 
3. ব্যাক্তিগত মূল্যবোধ লালন করে-
সামাজিক মূল্যবোধকে
গণতান্ত্রিক মূল্যবোধকে
ব্যাক্তিগত মূল্যবোধকে
স্বাধীনতার মূল্যবোধকে
 

4. ‘সুবর্ণ মধ্যক’ হলো-
গানিতিক মধ্যক
দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা
সম্ভাব্য সবধরনের কাজের মধ্যমান
একটি দার্শনিক সম্প্রদায়ের নাম
 
5. মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে-
দুর্নীতি রোধ করা
সামাজিক অবক্ষয় রোধ করা
রাজনৈতিক অবক্ষয় রোধ করা
সাংস্কৃতিক অবরোধ রক্ষণ করা
 
6. একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো-
স্বাধীনতা
ক্ষমতা
কর্মদক্ষতা
জনকল্যাণ
 

       

Try Again

Back To MCQ Page