Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা
৩৫তম বিসিএস
 
1. কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?
ঘোড়া
বলগা হরিণ
উট
খেচর
 
2. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
আমিষ
স্নেহ
আয়োডিন
লৌহ
 
3. নিম্নে কোনটি বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত?
CaCO3
NH4HCO3
NAHCO3
NH42CO3
 

4. ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?
গায়ের ঘাম বের হতে দেয় না
বাস্পায়ান শীতলার সৃষ্টি করে
পাখার বাতাস শীতল জলীয়বাষ্প ধারণ করে
পাখার বাতাস সরাসরি লোমকূপ দিয়ে শরীরে ঢুকে যায়
 
5. গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যবহৃত হয়?
বেকেরেল রশ্মি
গামা রশ্মি
X-রশ্মি
বিটা-রশ্মি
 
6. ডি. এন. এ অনুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে?
ল্যাঙ্গার ও সলিং
ওয়াটসন ও ক্রিক
লুই পাস্তুর ও ওয়াটসন
পলিং ও ক্রিক
 

       

Try Again

Back To MCQ Page