Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা
২৪তম বিসিএস
 
1. তুমি এতক্ষণ কী করেছ? - এ বাক্যে ‘কী’ কোন পদ?
বিশেষণ
অব্যয়
সর্বনাম
ক্রিয়া
 
2. শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
পথের দাবী
নিষকৃতি
চরিত্রহীন
দত্তা
 
3. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য-
অব্যয় ও শব্দাংশ
নূতন শব্দ গঠনে
উপসর্গ থাকে সামনে, প্রত্যায় থাকে পেছনে
ভিন্ন অর্থ প্রকাশে
 

4. কোনটি ঠিক?
সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
কাঁদো নদী কাঁদো (কাব্য)
বহিপীর (নাটক)
মহাশ্মশান (নাটক)
 
5. অক্ষির সমীপে- এর সংক্ষেপণ হল-
সমক্ষ
পরোক্ষ
প্রত্যক্ষ
নিরপেক্ষ
 
6. আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস।- এ বাক্যে ‘আকাশে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
কর্তৃকারকে সপ্তমী
কর্মকারকে সপ্তমী
অপাদান কারকে তৃতীয়া
অধিকরণ কারকে সপ্তমী
 

       

Try Again

Back To MCQ Page