Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা
২৪তম বিসিএস
 
1. এসবেসটস কি?
অগ্নি নিরোধক খনিজ পদার্থ
কম ঘনাত্ব বিশিষ্ট তরল পদার্থ
বেশি ঘনাত্ব বিশিষ্ট তরল পদার্থ
এক ধরনের রাসয়নিক পদার্থ
 
2. পরমানু (Atom) চার্জ নিরপেক্ষ হয় কারন-
নিউট্রন ও প্রোটনের সংখ্যা সমান
প্রোটন ও নিউটনের ওজন সমান
নিউট্রন ও প্রটন নিউক্লিয়াসে থাকে
ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান
 
3. মাইট্রোকন্ডিয়ায় কত ভাগ প্রোটিন?
৭০%
৭২%
৭৩%
৮০%
 

4. পাহারের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন?
বায়ুর চাপ বেশি থাকার কারনে
বায়ুর চাপ কম থাকার কারনে
পাহারের উপর বাতাশ কম থাকায়
পাহারের উপর তাপমাত্রা বেশি থাকায়
 
5. রাসয়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে –
প্রচুর পরিমানে অক্সিজেন সরবরাহ করে
অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
নাইট্রোজেন সরবরাহ করে
হাইড্রোজেন সরবরাহ করে
 
6. আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়-
বিদ্যুৎ খরচ কমানোর উদ্দেশ্যে
অতি মাত্রায় বিদ্যুৎ প্রবাহ জনিত দুর্ঘটনা রোধের জন্য
বৈদ্যুতিক বাল্ব থেকে বেশি আলো পাওয়ার জন্য
বৈদ্যুতিক যন্ত্রপাতি যাতে সুষ্ঠোভাবে কাজ করে
 

       

Try Again

Back To MCQ Page