Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা
২৪তম বিসিএস
 
1. ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?
হাসান হাফিজুর রহমান
জহির রায়হান
শহীদুল্লাহ কায়সার
আনোয়ার পাশা
 
2. +++......+ = কত?
২৫৮
২৫৫
২৫৪
উত্তর নাই
 
3. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
মৃত্যুক্ষুধা
আলেয়া
ঝিলিমিলি
মধুমালা
 
4. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য-
অব্যয় ও শব্দাংশ
নূতন শব্দ গঠনে
উপসর্গ থাকে সামনে, প্রত্যায় থাকে পেছনে
ভিন্ন অর্থ প্রকাশে
 
5. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে ‘বীরউত্তম’ উপাধিতে ভূষিত করা হয়?
২৫৭ জন
১৬৩ জন
৪৪জন
৬৯জন
 
6. কোন চুক্তির মাধ্যমে ইইসি (EEC.) প্রতিষ্ঠা লাভ করে?
রোম চুক্তি
ম্যাসট্রিক্ট চুক্তি
ভিয়েনা কনভেনশন
ব্রাসেলস কনভেনশন
 

7. পাহারের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন?
বায়ুর চাপ বেশি থাকার কারনে
বায়ুর চাপ কম থাকার কারনে
পাহারের উপর বাতাশ কম থাকায়
পাহারের উপর তাপমাত্রা বেশি থাকায়
 
8. চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের দাম এমন ভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেল?
২০%
২৫%
১৬%
১৮%
 
9. কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
আয়কর
আমদানি ও রপ্তানি
ভূমি রাজস্ব
মূল্য সংযোজন কর
 
10. মূল নাই কোন উদ্ভিদে?
ফনিমনসা
বিরুৎ
গুল্ম
কোনটাই নয়
 

       

Try Again

Back To MCQ Page