Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা
২১তম বিসিএস
 
1. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩:১। কি পরিমান সোনা মিশালে অনুপাত ৪:১ হয়?
৮ গ্রাম
৬ গ্রাম
৩ গ্রাম
৪ গ্রাম
 
2. একজন চাকরীজীবির বেতনের 1/10 অংশ কাপড় ক্রয়ে, 1/3 অংশ খাদ্য ক্রয়ে এবং 1/5 অংশ বাসা ভাড়ায় ব্যয় হয় । তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল?
৩৬(১/৩)%
৩৭(২/৩)%
৪২(১/৩)%
৪৬(২/৩)%
 
3. একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়,খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায় কুকুর ৩ লাফে তত দূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত?
১৫:১৬
১৬:১৫
২০:১২
১২:২০
 

4. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল এ সরল রেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুন?
১৬
 
5. ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দু’ জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে শতকরা কত দিন বেশি লাগবে?
৩৩(১/৩)%
৫০%
৬৬(২/৩)%
২৫%
 
6. ৯৯৯৯৯৯-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে ২,৩,৪,৫,এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
২১
৩৯
৩৩
২৯
 

       

Try Again

Back To MCQ Page