Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা
১৮তম বিসিএস
 
1. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শহর ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল?
তিন নম্বর সেক্টর
দুই নম্বর সেক্টর
চার নম্বর সেক্টর
এক নম্বর সেক্টর
 
2. সরকার কয়টি স্তরে স্থানীও সরকার প্রতিষ্ঠার চিন্তা ভাবনা করেছে?
৪ টি
২ টি
১ টি
৩ টি
 
3. সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘণ্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে ৩ ঘণ্টা সময় লাগে। দুইটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির ২/৩ অংশ ভর্তি করতে কত সময় লাগবে?
৮/১৫ ঘণ্টা
৩/৪ ঘণ্টা
৫/৪ ঘণ্টা
২/৩ ঘণ্টা
 
4. If a ruby is heated it ___ temporarily loose its color.
has
would
will
does
 
5. ৫৬ ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোন এক দিকের দৈর্ঘ্য কত হবে?
২৮ ফুট
৩৬.৮ ফুট
৪৯.৬ ফুট
৪৬ফুট
 
6. ‘মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে?
মাইকেল এঞ্জেলো
লিওনার্দো দা ভিঞ্চির
ভ্যনগগ
পাবলো পিকাসো
 

7. স্টিফেন হকিং বিশ্বের একজন বিখ্যাত ----
দার্শনিক
কবি
রসায়নবিদ
পদার্থবিদ
 
8. 'গ্যালিলিও' কী?
মঙ্গল গ্রহের একটি উপগ্রহ
বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহ
শনি গ্রহের একটি উপগ্রহ
পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ
 
9. আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?
ধ্রুবতারা
প্রক্সিমা সেন্টারাই
লুব্ধক
পুলহ
 
10. একটি কম্পিউটার বিজ্ঞান পরিক্ষায় ৩০% পরীক্ষার্থী পাশ করেছে। যারা পাশ করতে পারে নি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করে নি।কয়জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?
৬০ জন
৮০ জন
১০০ জন
১২০ জন
 

       

Try Again

Back To MCQ Page