Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা
১৭তম বিসিএস
 
1. যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়-
স্বরবৃত্ত
পয়ার
মাত্রাবৃত্ত
অক্ষরবৃত্ত
 
2. বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ এর আবিষ্কারক-
ডঃ সুকুমার সেন
ডঃ মুহাম্মাদ শহীদুল্লাহ
ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়
হরপ্রসাদ শাস্রী
 
3. ১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরা চালু করেছিল ইউরোপের একটি শহরে, তার নাম এবং রেস্তোরার নাম -
ইতালির মিলান শহর, মালদিনীয়ানি
জার্মানির হামবুর্গ শহর, ক্যাসানোভা
স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোতিল
ফ্রান্সের টুলোন শহর, লাফ্রাঁসে
 

4. বায়ুমণ্ডলে চাপের ফলে ভূ-গর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায়-
১ মিটার
১০ মিটার
১৫ মিটার
৩০ মিটার
 
5. ‘আকোয়া রেজিয়া’ বলতে বোঝায়-
কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লরিক এসিডের মিশ্রণ
কনসেনট্রেটেড সালফিউরিক এসিড
কনসেনট্রেটেড নাইট্রিক এসিড
কনসেনট্রেটেড সালফিউরিক এসিড এবং কনসেনট্রেটেড নাইট্রিক এসিডের মিশ্রণ
 
6. জোট নিরোপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
হারারে, ১৯৮৯ সাল
বেলগ্রেড, ১৯৬১ সাল
হাভানা, ১৯৭৩ সাল
কায়রো, ১৯৭০ সাল
 

       

Try Again

Back To MCQ Page