Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা
১৬তম বিসিএস
 
1. নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়--
ধমনীর ভেতর দিয়ে
শিরার ভেতর দিয়ে
স্নায়ুর ভেতর দিয়ে
কোষের ভেতর দিয়ে
 
2. যা চিরস্থায়ী নয়-
নশ্বর
অস্থায়ী
ক্ষণিক
ক্ষণস্হায়ী
 
3. উপকূলে কোন একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যাবধান হল-
প্রায় ১২ ঘন্টা
প্রায় ২৪ ঘন্টা
প্রায় ৬ ঘন্টা
চাদের তিথি অনুসার ভিন্ন
 

4. রাঙীন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
মৃদু রঞ্জন রশ্মি
বিটা রশ্মি
কসমিক রশ্মি
গামা রশ্মি
 
5. “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।”- এ উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত?
সওগাত
মোহাম্মদী
সমকাল
শিখা
 
6. কোন নগরীতে মোঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল?
হুগলী
গৌড়
সোনারগাঁ
ঢাকা
 

       

Try Again

Back To MCQ Page