Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা
১৬তম বিসিএস
 
1. উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
লর্ড মিন্টো
লর্ড কার্জন
লর্ড মাউন্ট ব্যাটেন
লর্ড ওয়াভেল
 
2. ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য-
ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ
বোতাম টিপিয়া ডায়াল করা
অপটিক্যাল ফাইবারের ব্যবহার
নতুন ধরনের মাইক্রোফোন
 
3. বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত-
নেপাল ও ভুটান
পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম
পশ্চিমবঙ্গ ও কুচবিহার
পশ্চিমবঙ্গ ও আসাম
 

4. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাবার বড় কারণ হোল-
কম্পিউটার
অফসেট পদ্ধতি
ফটো লিথোগ্রাফী
প্রসেস ক্যামেরা
 
5. পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় –
পটক মাছ
হাঙ্গর
শুশুক
জেলী ফিস
 
6. জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত-১৯৯৪ সালের রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান—
সপ্তম
অষ্টম
নবম
দশম
 

       

Try Again

Back To MCQ Page