Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা
১৫তম বিসিএস
 
1. “সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত”-এই উক্তিটি কার?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী আব্দুল ওদুদ
মোহাম্মদ লুৎফর রহমান
প্রমথ চেীধুরী
 
2. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য
অধ তৎসম ও তৎসম শব্দের ব্যবহারে
ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
শব্দের কথ্য ও লেখ্য রূপে
বাক্যের সরলতা ও জটিলতায়
 
3. ‘গ্রীন হাউজ ইফেক্টের’ পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কি হবে?
উত্তাপ অনেক বেড়ে যাবে
নিন্মভূমি নিমজ্জিত হবে
সাইক্লোনের প্রবণতা বাড়বে
বৃষ্টিপাত কমে যাবে
 

4. ‘সমকাল’ পত্রিকার সম্পাদক ছিলেন-
বিনয় ঘোষ
সিকান্দার আবু জাফর
মোহাম্মদ আকরাম খাঁ
তফাজ্জল হোসেন
 
5. কোন সংখ্যার ২/৭ অংশ ৬৪-এর সমান?
১৮
২৪৮
২১৭
২২৪
 
6. নিত্য ব্যবহার‌্য বহু ‘অ্যারোসলের’ কৌটায় এখন লেখা থাকে সি.এফ.সি বিহীন।সি.এফ.সি গ্যাস কেন ক্ষতিকারক?
ফুসফুসে রোগ সৃষ্টি করে
গ্রীন হাউজ এফেক্টে অবদান রাখে
ওজোন স্তরে ফুটো তৈরি করে
দাহ্য বলে অগ্নিকান্ডের সৃষ্টি করে
 

       

Try Again

Back To MCQ Page