Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা
১৪তম বিসিএস
 
1. কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যর রাজা ও রাণীকে তাদের রাষ্ট্র প্রধান হিসেবে স্বীকার করে?
অষ্ট্রেলিয়া
কানাডা
সাইপ্রাস
মরিশাস
 
2. জার্মানি ব্যাতিরেকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে?
সুইজারল্যান্ড
পোল্যান্ড
অষ্ট্রিয়া
ডেনমার্ক
 
3. রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফর্মে দাড়ান ব্যাক্তির কাছে বাঁশীর কম্পনাঙ্ক
আসলের সমান হবে
আসলের চেয়ে বেশী হবে
আসলের চেয়ে কম হবে
আসল গতির সাথে সম্পর্কযুক্তভাবে কমে যাবে
 

4. রাজিব গান্ধীকে হত্যার জন্য বোমা বহন কারী আত্নঘাতী মহিলার নাম কি?
ধানু
নাথু
থানু
আনু
 
5. ‘দক্ষিণ তালপট্টি দীপ’ দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
হাড়িয়াভাঙ্গা
বালেশর
রূপসা
পাদ্মা
 
6. জাতীয় স্মৃতি সৌধের স্থাপিত কে ?
মঈনুল হোসেন
হোসেন শহিদ
তানভির আহমেদ
মৃনাল হক
 

       

Try Again

Back To MCQ Page