Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা
১৩তম বিসিএস
 
1. গোঁফ-খেজুরে' -এ বাগ্‌ধারাটির অর্থ কী?
আরামপ্রিয়
উদাসীন
নিতান্ত অলস
পরমুখাপেক্ষী
 
2. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
আমি ভাত খাচ্ছি
আমি ভাত খেয়ে স্কুলে যাব
আমি দুপুরে ভাত খাই
তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠ
 
3. কোন বাক্যে 'ঢাক্‌ ঢাক্‌ গুডু গুডু' প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে?
ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কী লাভ,কাজে লেগে যাও
ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কী লাভ,আসল কথাটি বল
ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কী লাভ,কী খাবে বল
ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কী লাভ,নিজের পায়ে দাঁড়াও
 

4. ‘অনল-প্রবাহ’ রচনা করেন-
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি
এয়াকুব আলী চৌধুরী
মুনিরুজ্জামান ইসলামাবাদী
আবু সাইয়ীদ
 
5. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?
জিঞ্জীর-কাজী নজুরুল ইসলাম
সাত সাগরের মাঝি-ফররুক আহমদ
দিলরুবা-আবদুল কাদির
নূরনামা-আবদুল হাকিম
 
6. কোন দুটি অঘোষ ধ্বনি?
চ, ছ
ড, ঢ
ব, ভ
দ, ধ
 

       

Try Again

Back To MCQ Page