Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা
১৩তম বিসিএস
 
1. what is the meaning of the word 'euphemism'?
vague idea
in offensive expression
verbal play
wise saying
 
2. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
বরাইল
কৈলাশ
কাঞ্চনজঙ্ঘা
গডউইন অস্টিন
 
3. 'বন্যেরা বনে সুন্দর,শিশুরা মাতৃক্রোড়ে'-এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে-
আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
বনের পশু বনে থাকতে ভালবাসে
জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
প্রকৃতির রূপ-সৌন্দর্য আদি ও অকৃত্রিম
 
4. 'জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ এ্যান্ড ট্রেড' (GATT) একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসেবে বর্তমানে বিশ্ব বাণিজ্যের কত অংশের সমন্বয় সাধন করে থাকে?
প্রায় ৭৫ শতাংশ
প্রায় ৮০ শতাংশ
প্রায় ৮৫ শতাংশ
প্রায় ৯০ শতাংশ
 
5. একটি ১০,০০০ টাকার বিলের উপর এককালীন ৪০%কমতি এবং পরপর ৩৬% ও ৪%কমতির পাথর্ক্য কত টাকা?
শূন্য
১৪৪
২৫৬
৪০০
 
6. ২০১৬ সালের সমীক্ষা অনুসারে সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক কোন দেশ?
ভারত
যুক্তরাস্ট্র
পাকিস্তান
থাইল্যান্ড
 

7. সিনেমাস্কোপ প্রজেক্টারে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
উত্তল
অবতল
জুম
সিলিনড্রিক্যাল
 
8. We have recently entered ---- an agreement with Inland co-operative society? which of the following does best fit in the blank space?
no preposition
upon
in
into
 
9. জাতীয় স্মৃতি সৌধ এর স্থপতি -
মাঈনুল হোসেন
হামিদুর রহমান
লুই আই কান
তানভীর কবির
 
10. ইউনিডো (UNIDO) এর সদর দপ্তর কোথায়?
ভিয়েনা
হেগ
জেনেভা
সদর দপ্তরবিহীন
 

       

Try Again

Back To MCQ Page