Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা
১২তম বিসিএস
 
1. কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই থাকে কারন-
বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি
বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম
বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান
 
2. পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে বাবহার হয় তা হলো -
ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহার হয়
সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
পালের দড়িতে টানের নিয়ন্ত্রন বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে
পালের আকৃতিক সুকৌশল ব্যবহার করা যায়
 
3. যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে -
৭৫ ডি বি
৯০ ডি বি
১০৫ ডি বি
১২০ ডি বি
 

4. সাধারন স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেক্ট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহার হয় তা হল -
নাইট্রিক এসিড
সালফিউরিক এসিড
এমোনিয়াম ক্লোরাইড
হাইড্রোক্লোরিক এসিড
 
5. ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায় । কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে ?
বাষ্পীয় ইঞ্জিন
অন্তর্দহন ইঞ্জিন
স্টারলিং ইঞ্জিন
রকেট ইঞ্জিন
 
6. পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারন, আলোর -
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
প্রতিসরণ
বিচ্ছুরণ
পোলারায়ন
 

       

Try Again

Back To MCQ Page