Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা
১২তম বিসিএস
 
1. ফিউশন প্রক্রিয়ায়-
একটি পরমানু ভেঙ্গে প্রচণ্ড শক্তি সৃষ্টি করে
একাধিক পরমানু যুক্ত হয়ে নতুন পরমানু গঠন করে
ভারি পরমানু ভেঙ্গে হালকা পরমানু গঠিত হয়
একটি পরমানু ভেঙ্গে দুটি পরমানু সৃষ্টি হয়
 
2. ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
২.০৫৭৩৪
০.০২৫৭৩৪
০.০২০৫৭৩৪
২০.৫৭৩৪৪০
 
3. বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গিয়াছে -
রানীগঞ্জে
বিজয়পুরে
টেকেরহাটে
বাগালীবাজারে
 
4. যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে -
৭৫ ডি বি
৯০ ডি বি
১০৫ ডি বি
১২০ ডি বি
 
5. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
সেলামী
ঠগী
পানাস
পাঠক
 
6. বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায়?
জামালপুর
ফরিদপুর
জামালগঞ্জ
হিলি
 

7. ১১তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম-
পিকিং স্পোর্টস স্টেডিয়াম
বেইজিং স্পোর্টস স্টেডিয়াম
ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং
চায়না স্টোর্টস স্টডিয়াম
 
8. Choose the correct sentence:
Let he and you be witnesses
Let you and him be witnesses
Let you and he be witnesses
Let you and he be witness
 
9. একটি স্কুলে ছাত্রদের ড্রিল করাবার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়।আবার বর্গাকারেও সাজানো যায়।ঐ স্কুলে কমপক্ষে কত জন ছাত্র আছে?
৩৬০০
২৪০০
১২০০
৩০০০
 
10. ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ছিলেন প্রধানত-
ভাষাতত্ত্ববিদ
সাহিত্যের ইতিহাস রচয়িতা
ইসলাম প্রচারক
সমাজ সংস্কারক
 

       

Try Again

Back To MCQ Page