Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা
১১তম বিসিএস
 
1. সর্বপ্রথম যে উফশি ধান এদেশে চালু হয়ে এখনও বর্তমান রয়েছে তা হেলো -
ইরি ১
ইরি ৮
ইরি ৩
ইরি ২০
 
2. ইস্পাত সাধারণ লৌহ থেকে ভিন্ন, কারণ এতে -
লোহাকে টেস্পারিং করা হয়েছে
সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
সব বিজাতীয় দ্রব্য বের করে দেয়া হয়েছে
বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে
 
3. ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে -
কীটপতঙ্গের সাহায্যে
ফুলে ফুলে সংস্পর্শে
পাতা দ্বারা স্থানান্তরিত হয়ে
বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে
 

4. পাশাপাশি দুটি বর্গক্ষেত্রর প্রতি বাহু ২০ ফুট। BC=৬, CF=৫ফুট, DE=কত?
১৫ ফুট
১২ ফুট
২০ফুট
১৮ ফুট
 
5. যদি a3-b3=513 এবং a-b = 3 হয়, তবে ab এর মান কত ?
35
45
54
55
 
6. ২টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় ?
20°
২২.৫°
২৩°
২৩.৫°
 

       

Try Again

Back To MCQ Page