Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা
১১তম বিসিএস
 
1. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক -
ভারতচন্দ্র রায়
দৌলত কাজী
সৈয়দ হামজা
আব্দুল হাকিম
 
2. বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
সালফার
কার্বন
মিথেন
নিয়ন
 
3. 'Out and out' means :
Not at all
Brave
Thoroughly
Whole heartedly
 
4. মোস্তফা রচিত প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে?
মাওলানা মুহম্মদ আকরম খাঁ
এস ওয়াজেদ আলী
মোহাম্মদ বরকতুল্লাহ
মুহম্মদ আবদুল হাই
 
5. পাশাপাশি দুটি বর্গক্ষেত্রর প্রতি বাহু ২০ ফুট। BC=৬, CF=৫ফুট, DE=কত?
১৫ ফুট
১২ ফুট
২০ফুট
১৮ ফুট
 
6. কম্পিউটার সফটওয়্যার বলতে বুঝানো হয় -
যে সব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে
তথ্য দেওয়া ও তথ্য নেয়ার অংশবিশেষ
কম্পিউটার তৈরির নক্সা
এর প্রোগাম বা কর্মপরিকল্পনার কৌশল
 

7. মালদ্বীপের মুদ্রার নাম কী ?
পাউন্ড
ডলার
রুপী
রুপাইয়া
 
8. হরিপুর তেলক্ষেত্র আবিষ্কার হয় -
১৯৮৫ সালে
১৯৮৬ সালে
১৯৮৭ সালে
১৯৮৪ সালে
 
9. কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো-
শাজিমাটি
চুনাপাথর
জিপসাম
বালি
 
10. কোনটি শুদ্ধ ?
সৌজন্যতা
সৌজন্নতা
সৌজন্য
সৌজন্ন
 

       

Try Again

Back To MCQ Page