Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা
১০তম বিসিএস
 
1. নিচের কোনটি জ্বীবাশ্ম জ্বালানী নয়-
পেট্রোলিয়াম
কয়লা
প্রাকৃতিক গ্যাস
বায়োগ্যাস
 
2. আমাদের দেহ কোষ রক্ত হতে গ্রহন করে-
অক্সিজেন ও গ্লুকোজ
অক্সিজেন ও রক্তের আমিষ
ইউরিয়া ও গ্লুকোজ
এমাইনো এসিড ও কার্বনডাই অক্সাইড
 
3. কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো-
ভিটামিন এ
ভিটামিন-সি
ক্যালসিয়াম
লৌহা
 

4. সাধারন ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে থাকে?
তামার দন্ড ও দস্তার দন্ড
কার্বন দন্ড ও দস্তার কৌটা
তামার দন্ড ও দস্তার কৌটা
তামার দন্ড ও কার্বন দন্ড
 
5. দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাইড্রোভোল্টেজ ব্যবহার করার কারন-
এতে বিদ্যুতের অপচয় কম হয়
এতে কমে গিয়েও প্রয়োজনীয় ভোল্টেজ বজায় থাকে
অধিক বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়
প্রয়োজন মত ভোল্টেজ কমিয়ে ব্যবহার করা যায়
 
6. পৃথিবীর ঘুর্ননের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না-
মহাকর্ষ বলের জন্য
মাধ্যাকর্ষন বলের জন্য
আমরা স্থির থাকার জন্য
পৃথিবীর সংঙ্গে আমাদের আবার্তনের জন্য
 

       

Try Again

Back To MCQ Page