Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা
১০তম বিসিএস
 
1. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়,তাকে বলা হয়-
আয়নবায়ু
প্রতায়ন বায়ু
মৌসুমি বায়ু
নিয়নবায়ু
 
2. সাধারন ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে থাকে?
তামার দন্ড ও দস্তার দন্ড
কার্বন দন্ড ও দস্তার কৌটা
তামার দন্ড ও দস্তার কৌটা
তামার দন্ড ও কার্বন দন্ড
 
3. সংকর ধাতু পিতলের উপাদান হল-
তামা ও টিন
তামা ও দস্তা
তামা ও নিকেল
তামা ও সীসা
 

4. আমাদের দেহ কোষ রক্ত হতে গ্রহন করে-
অক্সিজেন ও গ্লুকোজ
অক্সিজেন ও রক্তের আমিষ
ইউরিয়া ও গ্লুকোজ
এমাইনো এসিড ও কার্বনডাই অক্সাইড
 
5. দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাইড্রোভোল্টেজ ব্যবহার করার কারন-
এতে বিদ্যুতের অপচয় কম হয়
এতে কমে গিয়েও প্রয়োজনীয় ভোল্টেজ বজায় থাকে
অধিক বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়
প্রয়োজন মত ভোল্টেজ কমিয়ে ব্যবহার করা যায়
 
6. নিচের কোনটি জ্বীবাশ্ম জ্বালানী নয়-
পেট্রোলিয়াম
কয়লা
প্রাকৃতিক গ্যাস
বায়োগ্যাস
 

       

Try Again

Back To MCQ Page