Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন


৯ম (কলেজ/সমপর্যায়) বেসরকারি প্রভাষক নিবন্ধন পরিক্ষা (২০১৩) :: পরীক্ষার তারিখঃ- ২৪.০৮.২০১৩
 
41. একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৫ এবং অন্তরফল ১ ভগ্নাংশটি কত?
ক. ১/৪
খ. ২/৩
গ. ৩/২
ঘ. ৪/৫
উত্তরঃ
 
42. দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের গ. সা. গু ৪ হলে, সংখ্যা দুটির ল. সা. গু কত?
ক. ১৪৪
খ. ১৪২
গ. ১৪০
ঘ. ১২০
উত্তরঃ
 
43. পানি ভর্তি একটি বালতির ওজন ১২ কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে, তার ওজন দাঁড়ায় ৭ কেজি। খালি বালটির ওজন কত?
ক. ৫ কেজি
খ. ৭ কেজি
গ. ২ কেজি
ঘ. ১ কেজি
উত্তরঃ
 
44. ab+b2ab÷a+ba= কত?
ক. a+ba2
খ. a-ba2
গ. 1
ঘ. ab
উত্তরঃ
 
45. ABC ত্রিভুজের AB=AC এবং <A = 80° হলে, <B = কত?
ক. ৪০ ডিগ্রী
খ. ৫০ ডিগ্রী
গ. ৬০ ডিগ্রী
ঘ. ৮০ ডিগ্রী
উত্তরঃ
 

46. রহিম একটি কাজ ২০ দিনে, করিম ঐ কাজ ৩০ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে?
ক. ৬ দিন
খ. ১২ দিন
গ. ১৮ দিন
ঘ. ৮ দিন
উত্তরঃ
 
47. যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
ক. ২১%
খ. ২৩%
গ. ২০%
ঘ. ২২%
উত্তরঃ
 
48. ১ হতে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?
ক. ১৪ টি
খ. ১৮টি
গ. ১৫টি
ঘ. ২০টি
উত্তরঃ
 
49. ৩/৪, ২/৫, ১/৬ ও ৫/৮ এর মধ্যে কোনটি বৃহত্তম?
ক. ৩/৪
খ. ২/৫
গ. ১/৬
ঘ. ৫/৮
উত্তরঃ
 
50. কোনটি বৃত্তের সমীকরণ?
ক. ax2+bx+c=0
খ. 3x2+3y2=15
গ. y2=ax
ঘ. y2=4x+4
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question