Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন


৯ম (কলেজ/সমপর্যায়) বেসরকারি প্রভাষক নিবন্ধন পরিক্ষা (২০১৩) :: পরীক্ষার তারিখঃ- ২৪.০৮.২০১৩
 
91. 'শর্বরী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. দিবস
খ. সকাল
গ. সন্ধ্যা
ঘ. রাত্রি
উত্তরঃ
 
92. নিচের কোন বিরাম চিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে?
ক. ড্যাস
খ. হাইফেন
গ. কোলন
ঘ. সেমিকোলন
উত্তরঃ
 
93. 'নদের চাঁদ' বাগধারাটি যে অর্থ প্রকাশ করে ----
ক. কুৎসিত ব্যক্তি অথচ কর্মপটু
খ. দুর্বল ও ব্যক্তিত্বহীন
গ. সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ
ঘ. গম্ভীর অথচ কর্মপটু
উত্তরঃ
 
94. 'সত্যি সেলুকাস, এ দেশ বড় বিচিত্র'। --কোন বাক্য?
ক. নির্দেশাত্মক বাক্য
খ. বিস্ময়বোধক বাক্য
গ. যৌগিক বাক্য
ঘ. জটিল বাক্য
উত্তরঃ
 
95. কোন সমাসে উভয়পদই বিশেষ্য?
ক. দ্বন্দ্ব সমাস
খ. কর্মধারয় সমাস
গ. তৎপুরুষ সমাস
ঘ. প্রাদি সমাস
উত্তরঃ
 

96. ভাব-সম্প্রসারণে ভাবের ----
ক. পরিবর্তন ঘটে
খ. অলঙ্করণ ঘটে
গ. সম্প্রসারণ ঘটে
ঘ. সংকোচন ঘটে
উত্তরঃ
 
97. 'বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে'। --এ মতের প্রবক্তা কে?
ক. স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ. ড. সুকুমার সেন
ঘ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তরঃ
 
98. সমার্থক শব্দ ব্যবহার করলে ---
ক. শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়
খ. শব্দার্থ পরিবর্তিত হয়
গ. শব্দার্থের অবনতি ঘটে
ঘ. শব্দ ভাণ্ডার হ্রাস পায়
উত্তরঃ
 
99. অব্যয়ীভাব সমাসে 'অব্যয়' পদের অর্থ ---
ক. পরিবর্তিত হয়
খ. প্রধান থাকে
গ. সংকুচিত হয়
ঘ. বৃদ্ধি ঘটে
উত্তরঃ
 
100. চলিত ভাষায় নিম্নের কোনটির রূপ সংক্ষিপ্ত হয়?
ক. অনুসর্গ
খ. বিশেষ্য
গ. অব্যয়
ঘ. উপসর্গ
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question