Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন


১০ম (কলেজ/সমপর্যায়) বেসরকারি প্রভাষক নিবন্ধন পরিক্ষা (২০১৪) :: পরীক্ষার তারিখঃ- ৩১.০৫.২০১৪
 
81. 'দ্যুলোক' শব্দের অর্থ ---
ক. আকাশ
খ. বাতাস
গ. পৃথিবী
ঘ. পাতাল
উত্তরঃ
 
82. কারক নির্ণয় করুন --'লোভে' পাপ 'পাপে' মৃত্যু।
ক. কর্মকারক
খ. সম্প্রদান কারক
গ. অপাদান কারক
ঘ. অধিকরণ কারক
উত্তরঃ
 
83. সমাস নির্ণয় করুন -- বেআইনি
ক. অব্যয়ীভাব
খ. নঞ তৎপুরুষ
গ. উপপদ তৎপুরুষ
ঘ. নিত্য সমাস
উত্তরঃ
 
84. কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন?
ক. দাঁড়ি
খ. কমা
গ. কোলন
ঘ. ড্যাস
উত্তরঃ
 
85. 'গাড়ি স্টেশন ছাড়লো' --কোন কারক?
ক. অধিকরণ কারক
খ. করণ কারক
গ. অপাদান কারক
ঘ. কর্মকারক
উত্তরঃ
 

86. 'একাদশে বৃহস্পতি' অর্থ ----
ক. সুসময়
খ. দুঃসময়
গ. অলীক বস্তু
ঘ. শেষ রক্ষা
উত্তরঃ
 
87. ব্যক্তিগত পত্রে কতটি অংশ থাকে?
ক. চার
খ. পাঁচ
গ. ছয়
ঘ. সাত
উত্তরঃ
 
88. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
ক. ধূমকেতু
খ. সবুজপত্র
গ. ভারতী
ঘ. সওগাত
উত্তরঃ
 
89. বাংলা গদ্যের জনক কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. বিহারীলাল চক্রবর্তী
উত্তরঃ
 
90. 'ঘরের শত্রু বিভীষণ' বাগধারাটির অর্থ ---
ক. বদ্ধুভাবাপন্ন
খ. শত্রু
গ. রাবণের ভাই
ঘ. যে গৃহ বিবাদ করে
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question