Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন


১০ম (কলেজ/সমপর্যায়) বেসরকারি প্রভাষক নিবন্ধন পরিক্ষা (২০১৪) :: পরীক্ষার তারিখঃ- ৩১.০৫.২০১৪
 
61. জাতিসংঘের অঙ্গসংস্থা নয় কোনটি
ক. বিশ্বস্বাস্থ্য সংস্থা
খ. আন্তর্জাতিক রেডক্রস
গ. বিশ্ব খাদ্য সংস্থা
ঘ. আন্তর্জাতিক আদালত
উত্তরঃ
 
62. আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউট কোথায় অবস্থিত?
ক. ঢাকা
খ. বেইজিং
গ. নিউইয়র্ক
ঘ. প্যারিস
উত্তরঃ
 
63. বিশ্ব পানি দিবস---
ক. ২২ এপ্রিল
খ. ২১ মে
গ. ২২ জুন
ঘ. ২২ মার্চ
উত্তরঃ
 
64. ২০১৪ সালের ১ জানুয়ারি কোন দেশ ১৮তম দেশ হিসেবে 'ইউরো' মুদ্রা চালু করে?
ক. গ্রীস
খ. মাল্টা
গ. লাটভিয়া
ঘ. রুমানিয়া
উত্তরঃ
 
65. বিশ্বকাপ ফুটবল ২০১৪'র জন্য নির্মিত বলের নাম কি?
ক. জাবুলানি
খ. ব্রাজুকা
গ. ব্রাজিলা
ঘ. ব্রাজিলিয়া
উত্তরঃ
 

66. বিশ্বের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা কোম্পানির নাম কী?
ক. দাইউ
খ. ফিনিক্স
গ. ফোর্ড
ঘ. বোয়িং
উত্তরঃ
 
67. মানুষের ত্বকের রং নির্ভর করে যে উপাদানটির উপর ---
ক. থায়ামিন
খ. টায়ালিন
গ. মেলানিন
ঘ. নিয়াসিন
উত্তরঃ
 
68. নিম্নের কোনটি দিয়ে কম্পিউটার কমান্ড বা নির্দেশ দেয়?
ক. সিপিইউ
খ. কী বোর্ড
গ. প্রিন্টার
ঘ. মনিটর
উত্তরঃ
 
69. বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর 'জিনগত নকশা' উন্মোচন করেছেন?
ক. গরু
খ. ভেড়া
গ. ছাগল
ঘ. মহিষ
উত্তরঃ
 
70. পৃথিবীকে সমান দুই অংশে ভাগ করেছে কোন রেখা?
ক. সমাক্ষ রেখা
খ. নিরক্ষ রেখা
গ. মেরু রেখা
ঘ. দ্রাঘিমা রেখা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question