Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন


১০ম (কলেজ/সমপর্যায়) বেসরকারি প্রভাষক নিবন্ধন পরিক্ষা (২০১৪) :: পরীক্ষার তারিখঃ- ৩১.০৫.২০১৪
 
51. মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল কবে?
ক. ১০ এপ্রিল ১৯৭১
খ. ১১ এপ্রিল ১৯৭১
গ. ১২ এপ্রিল ১৯৭১
ঘ. ১৭ এপ্রিল ১৯৭১
উত্তরঃ
 
52. ২০১৪ সালের স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কতজন জাতীয় সঙ্গীত গেয়েছিল?
ক. ২ লক্ষ ৫৪ হাজার ৬৮১ জন
খ. ২ লক্ষ ৫৫ হাজার ৮৬১ জন
গ. ২ লক্ষ ৫৪ হাজার ৮৬১ জন
ঘ. ২ লক্ষ ৫৩ হাজার ৬৮০ জন
উত্তরঃ
 
53. 'ভাটিয়ালী' বাংলাদেশের কোন অঞ্চলের গান?
ক. কুমিল্লা
খ. বগুড়া
গ. ময়মনসিংহ
ঘ. ফরিদপুর
উত্তরঃ
 
54. কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণুপোনা সংগ্রহ করা হয়?
ক. তিস্তা
খ. করতোয়া
গ. তিতাস
ঘ. হালদা
উত্তরঃ
 
55. বাংলাদেশের প্রথম 'সার্চ ইঞ্জিন'--
ক. পিপীলিকা
খ. ফড়িং
গ. মৌমাছি
ঘ. দোয়েল
উত্তরঃ
 

56. জাতীয় শিশু দিবস কবে পালিত হয়?
ক. ১৭ মার্চ
খ. ২৭ মার্চ
গ. ১৭ অক্টোবর
ঘ. ২৭ অক্টোবর
উত্তরঃ
 
57. বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে?
ক. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
খ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
গ. খুলনা বিশ্ববিদ্যালয়ে
ঘ. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে
উত্তরঃ
 
58. কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল?
ক. আকবর
খ. শাহজাহান
গ. জাহাঙ্গীর
ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ
 
59. 'অরুণ আলো' ও 'রাঙা প্রভাত' কী?
ক. বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ
খ. বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজ
গ. নতুন দুটি পিকনিক স্পট
ঘ. দুটি যাত্রীবাহী জাহাজ
উত্তরঃ
 
60. FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. জেনেভা
খ. রোম
গ. প্যারিস
ঘ. নিউইয়র্ক
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question