Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন


১০ম (কলেজ/সমপর্যায়) বেসরকারি প্রভাষক নিবন্ধন পরিক্ষা (২০১৪) :: পরীক্ষার তারিখঃ- ৩১.০৫.২০১৪
 
41. x2-y2+2y-1 এর একটি উৎপাদক-
ক. x+y+1
খ. x+y-1
গ. x-y
ঘ. x-y-1
উত্তরঃ
 
42. log2 132 এর মান কত?
ক. -5
খ. 1/25
গ. 1/5
ঘ. -1/5
উত্তরঃ
 
43. দুইটি রশ্মি দ্বারা উৎপন্ন কোণ ৬০ ডিগ্রী। এক সরলকোণ হতে উক্ত কোণ বিয়োগ করলে কি কোণ উৎপন্ন হবে?
ক. সমকোণ
খ. সূক্ষ্মকোণ
গ. স্থূলকোণ
ঘ. প্রবৃদ্ধ কোণ
উত্তরঃ
 
44. সমবাহু ত্রিবুজের এক বাহুর দৈর্ঘ্য a একক হলে এর ক্ষেত্রফল কত বর্গ একক?
ক. 32a2
খ. 34a2
গ. 34a
ঘ. 72a2
উত্তরঃ
 
45. নিচের কোনটি উৃপবৃত্তের সমীকরণ?
ক. x232+y242=1
খ. x232+y232=1
গ. y2=4ax
ঘ. x2a2-y2b2=1
উত্তরঃ
 

46. cosec 90°-θ=2 হলে cosθ = কত?
ক. 2
খ. 32
গ. 1/2
ঘ. 3
উত্তরঃ
 
47. কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে, একটি সমকোণী ত্রিভুজের অঙ্কন সম্ভব হবে?
ক. ৬: ৫: ৪
খ. ৩: ৪: ৫
গ. ১২: ৮: ৪
ঘ. ৬: ৪: ৩
উত্তরঃ
 
48. একটি তালগাছ এর পাদবিন্দু হতে ১০ মিটার দূরবর্তী স্থানে গাছের শীর্ষের উন্নতি কোণ ৬০ ডিগ্রী হলে, গাছটির উচ্চতা কত?
ক. ১৭.৩২ মি.
খ. ১৭.৭২ মি.
গ. ১৬.৬৫ মি.
ঘ. ১৭.৭৫ মি.
উত্তরঃ
 
49. একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সে. মি. এবং 6 সে. মি. হলে, রম্বসটির ক্ষেত্রফল কত?
ক. ১২ বর্গ সে.মি.
খ. ৬ বর্গ সে.মি.
গ. ২৮ বর্গ সে.মি.
ঘ. ২৪ বর্গ সে.মি.
উত্তরঃ
 
50. সুষম ষড়ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমাণ কত ডিগ্রী?
ক. ৭৫ ডিগ্রী
খ. ৬০ ডিগ্রী
গ. ৯০ ডিগ্রী
ঘ. ১৮০ ডিগ্রী
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question