Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন


১১তম (কলেজ/সমপর্যায়) বেসরকারি প্রভাষক নিবন্ধন পরিক্ষা (২০১৪) :: পরীক্ষার তারিখঃ- ১৩.১২.২০১৪
 
41. বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?
ক. ১০ জুন
খ. ১০ আগস্ট
গ. ১০ অক্টোবর
ঘ. ১০ ডিসেম্বর
উত্তরঃ
 
42. ভুটানের মুদ্রার নাম কি?
ক. রুপী
খ. রুশিয়া
গ. গুলট্রাম
ঘ. বাথ
উত্তরঃ
 
43. জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
ক. ১৯০টি
খ. ১৯১টি
গ. ১৯২টি
ঘ. ১৯৩টি
উত্তরঃ
 
44. বাতাসের শহর হিসেবে পরিচিত----
ক. শিকাগো
খ. নিউইয়র্ক
গ. ওয়াশিংটন
ঘ. সিডনী
উত্তরঃ
 
45. বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা বেশি?
ক. চাকমা
খ. সাঁওতাল
গ. গারো
ঘ. মারমা
উত্তরঃ
 

46. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
ক. লন্ডন
খ. ব্রাসেলস
গ. রোম
ঘ. প্যারিস
উত্তরঃ
 
47. আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি?
ক. ফেনী
খ. সাঙ্গু
গ. কর্ণফুলি
ঘ. নাফ
উত্তরঃ
 
48. পৃথিবীতে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ কোনটি?
ক. লৌহ
খ. ইস্পাত
গ. হীরক
ঘ. পাথর
উত্তরঃ
 
49. সমুদ্র বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয়?
ক. শেষরাতে
খ. মধ্যাহ্নে
গ. অপরাহ্নে
ঘ. সবসময়
উত্তরঃ
 
50. আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. জেনেভা
খ. বার্লিন
গ. প্যারিস
ঘ. ভিয়েনা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question