Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন


১২তম (কলেজ/সমপর্যায়) বেসরকারি প্রভাষক নিবন্ধন পরিক্ষা (২০১৫) :: পরীক্ষার তারিখঃ- ১২.০৬.২০১৫
 
11. পাঠক শব্দের যথার্থ প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. পাঠ + অক
খ. পঠ + অক
গ. পঠ + ঠক
ঘ. পঠ + টক
উত্তরঃ
 
12. নতুন শব্দ গঠন করে ---
ক. সন্ধি ও সমাস
খ. সন্ধি ও কারক
গ. সমাস ও পদ
ঘ. প্রত্যয় ও পুরুষ
উত্তরঃ
 
13. নিচের কোন শব্দটি শুদ্ধ?
ক. কৌতুহল
খ. কৌতূহল
গ. কাংখিত
ঘ. শ্রদ্ধাঞ্চলী
উত্তরঃ
 
14. বাগযন্ত্রের অংশ নয় ---
ক. দাঁত
খ. তালু
গ. কান
ঘ. নাক
উত্তরঃ
 
15. ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় ---
ক. চলিত ভাষারীতিতে
খ. সাধু ভাষারীতিতে
গ. সমাজ উপভাষায়
ঘ. আঞ্চলিক উপভাষায়
উত্তরঃ
 

16. কোন শব্দটি 'সিক্ত'র বিপরীত?
ক. অর্জন
খ. বর্জন
গ. শুষ্ক
ঘ. তীব্র
উত্তরঃ
 
17. গাড়ি 'স্টেশন' ছাড়ল ---এখানে 'স্টেশন' কোন কারকের কোন বিভক্তি?
ক. কর্মকারকের শূন্য বিভক্তি
খ. অধিকরণ কারকের শূন্য
গ. অপাদান কারকের শূন্য
ঘ. করণ কারকের শূন্য
উত্তরঃ
 
18. বাক্যে দাঁড়ি (। ) থাকলে কতক্ষণ থামতে হয়?
ক. এক (১) সেকেন্ড বিরতির প্রয়োজন
খ. এক (১) বলতে যে সময় লাগে
গ. এক (১) বলার দ্বিগুণ সময়
ঘ. দুই (২) সেকেন্ড
উত্তরঃ
 
19. 'গিন্নি' কোন শব্দ?
ক. তৎসম
খ. অর্ধতৎসম
গ. তদ্ভব
ঘ. বিদেশি
উত্তরঃ
 
20. কাঁদ + না ---এটি কোন সন্ধি?
ক. স্বরসন্ধি
খ. ব্যঞ্জন সন্ধি
গ. খাঁটি বাংলা সন্ধি
ঘ. বিসর্গ সন্ধি
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question