Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন


১২তম (কলেজ/সমপর্যায়) বেসরকারি প্রভাষক নিবন্ধন পরিক্ষা (২০১৫) :: পরীক্ষার তারিখঃ- ১২.০৬.২০১৫
 
1. বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়?
ক. সন্ধি
খ. সমাস
গ. কারক
ঘ. প্রত্যয়
উত্তরঃ
 
2. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
ক. ছোটগল্প
খ. নাটক
গ. কাব্য
ঘ. উপন্যাস
উত্তরঃ
 
3. সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কি ?
ক. গ্রামবার্তা
খ. বঙ্গদর্শন
গ. মাসিক পত্রিকা
ঘ. সংবাদ প্রভাকর
উত্তরঃ
 
4. ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো ---
ক. বিশেষভাবে সংশোধন
খ. বিশেষভাবে পরিমার্জন
গ. বিশেষভাবে বিশ্লষণ
ঘ. বিশেষভাবে সংশ্লেষণ
উত্তরঃ
 
5. 'আকাশ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. অন্তরীক্ষ
খ. বিভু
গ. প্রভাকর
ঘ. সুধাকর
উত্তরঃ
 

6. 'জলাশয়' শব্দের সমার্থক শব্দ হচ্ছে ----
ক. সরোবর
খ. জলধর
গ. অম্বু
ঘ. সলিল
উত্তরঃ
 
7. সর্বজনের হিতকর ----এককথায় কী হবে?
ক. সর্বজনীন
খ. সার্বজনীন
গ. বিশ্বজনীন
ঘ. সর্বহিতকর
উত্তরঃ
 
8. একাদশে বৃহস্পতি কী?
ক. প্রবাদ
খ. বাগধারা
গ. সমস্তপদ
ঘ. ব্যাসবাক্য
উত্তরঃ
 
9. 'অনুমোদিত' শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. অননুমেয়
খ. অনাবশ্যক
গ. অননুমোদিত
ঘ. মতানৈক্য
উত্তরঃ
 
10. কোন বানানটি শুদ্ধ?
ক. শিরোচ্ছেদ
খ. শিরশ্চেদ
গ. শিরশ্ছেদ
ঘ. শীরোশ্ছেদ
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question