Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন


১৩তম (কলেজ/সমপর্যায়) বেসরকারি প্রভাষক নিবন্ধন পরিক্ষা (২০১৬) :: পরীক্ষার তারিখঃ- ১৩.০৫.২০১৬
 
81. ১৯৪৮ সালে পাকিস্তান পরিষদে কে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন?
ক. ধীরেন্দ্রনাথ দত্ত
খ. আবুল কাশেম
গ. মাওলানা ভাসানী
ঘ. যোগেশচন্দ্র ঘোষ
উত্তরঃ
 
82. সম্প্রতি সুন্দরবন এলাকায় কোন নদীতে কয়লাবাহী কার্গো ডুবে যায় ?
ক. তিস্তা
খ. ভৈরব
গ. শ্যালা
ঘ. মধুমতি
উত্তরঃ
 
83. উয়ারি- বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদের্শন কোন জেলায় পাওয়া গিয়েছে?
ক. গাজীপুর
খ. নরসিংদী
গ. শেরপুর
ঘ. ময়মনসিংহ
উত্তরঃ
 
84. সূর্য হতে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে সময় লাগে প্রায় ---
ক. ৭ মিনিট
খ. ৮ মিনিট
গ. ৯ মিনিট
ঘ. ১০ মিনিট
উত্তরঃ
 
85. বীরবিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত?
ক. ৬৭৬ জন
খ. ৬৮ জন
গ. ১৭৫ জন
ঘ. ৪২৬ জন
উত্তরঃ
 

86. বাংলাদেশের 'জাতীয় গ্রন্থাগার' কোথায় অবস্থিত?
ক. শাহবাগে
খ. গুলিস্থানে
গ. আগারগাঁও
ঘ. উত্তরায়
উত্তরঃ
 
87. বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন ---
ক. আইনমন্ত্রী
খ. এটর্নি জেনারেল
গ. প্রধান বিচারপতি
ঘ. জাতীয় সংসদ
উত্তরঃ
 
88. টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র শতরানকারী কে?
ক. সাকিব
খ. মাশরাফী
গ. সাব্বির
ঘ. তামিম
উত্তরঃ
 
89. সম্প্রতি বাংলাদেশে কোন বিরল রোগে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়াছে?
ক. এনথ্রাক্স
খ. ট্রিম্যান
গ. চিকন গুনিয়া
ঘ. ল্যাসা জ্বর
উত্তরঃ
 
90. বাংলাদেশে প্রথম ও একমাত্র 'ওয়ার্ল্ড' ট্রেড সেন্টার কোথায় অবস্থিত?
ক. ঢাকা
খ. সিলেট
গ. কুমিল্লা
ঘ. চট্টগ্রাম
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question