Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন


১৩তম (কলেজ/সমপর্যায়) বেসরকারি প্রভাষক নিবন্ধন পরিক্ষা (২০১৬) :: পরীক্ষার তারিখঃ- ১৩.০৫.২০১৬
 
71. ১৮ ফুট উঁচু একটি গাছ এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০ ডিগ্রী কোণ উৎপন্ন করল। গাছটি মাটি থেকে কত উঁচুতে ভেঙ্গেছিল?
ক. ১৫ ফুট
খ. ১২ ফুট
গ. ৯ ফুট
ঘ. ৬ ফুট
উত্তরঃ
 
72. একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সে.মি এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45° হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সে.মি ?
ক. 25
খ. 252
গ. 30
ঘ. 255
উত্তরঃ
 
73. 3 cm, 4 cm এবং 5 cm ব্যাসার্ধবিশিষ্ট তিনটি গোলক গলিয়ে একটি গোলক তৈরি করা হলে গোলকের ব্যাসার্ধ কত?
ক. 5 cm
খ. 6 cm
গ. 7 cm
ঘ. 8 cm
উত্তরঃ
 
74. একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 42 একক হলে ঐ বর্গের ক্ষেত্রফল কত?
ক. 16 বর্গ একক
খ. 32 বর্গ একক
গ. 8 বর্গ একক
ঘ. 3 বর্গ একক
উত্তরঃ
 
75. দুটি সন্নিহিত কোণের সমষ্টি ১৮০ ডিগ্রী হলে একটিকে অপরটির কী কোণ বলে?
ক. সন্নিহিত কোণ
খ. সমকোণ
গ. পূরক কোণ
ঘ. সম্পূরক কোণ
উত্তরঃ
 

76. সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন ?
ক. দেবপাল
খ. ধর্মপাল
গ. শশাংক
ঘ. রাজা গোপাল
উত্তরঃ
 
77. লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি?
ক. রিপন কমিশন
খ. হান্টার কমিশন
গ. নাথার কমিশন
ঘ. লর্ড কমিশন
উত্তরঃ
 
78. 'পারকী' সমুদ্র সৈকত কোথায় অবস্থিত?
ক. চট্টগ্রাম
খ. কক্সবাজার
গ. বরগুনা
ঘ. পটুয়াখালী
উত্তরঃ
 
79. বাংলা ভাষাকে বাংলাদেশ ব্যতীত যে দেশের রাষ্ট্রভাষা করা হয়েছে?
ক. সোমালিয়া
খ. নেপাল
গ. সিয়েরালিওন
ঘ. লিবিয়া
উত্তরঃ
 
80. বঙ্গবন্ধু ৬-দফা দাবি পেশ করেন কত সালে?
ক. ১৯৪৭
খ. ১৯৫২
গ. ১৯৬৬
ঘ. ১৯৭১
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question