Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন


১৩তম (কলেজ/সমপর্যায়) বেসরকারি প্রভাষক নিবন্ধন পরিক্ষা (২০১৬) :: পরীক্ষার তারিখঃ- ১৩.০৫.২০১৬
 
91. বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ 'অসমাপ্ত আত্মজীবনী' সর্বশেষ কোন ভাষায় অনূদিত?
ক. রুশ
খ. ডাচ
গ. তুর্কি
ঘ. ফ্রেঞ্চ
উত্তরঃ
 
92. সম্প্রতি নাসায় (NASA) কর্মরত কোন বাংলাদেশী জ্যোতির্বিজ্ঞানী নতুন পাঁচটি নক্ষত্র আবিষ্কার করেছেন?
ক. রুবাব খান
খ. সালমান খান
গ. কামাল জিহাদ
ঘ. শিহাব কামাল
উত্তরঃ
 
93. বাংলাদেশে প্রথম চায়ের চাষ হয় ---
ক. সিলেটের তামাবিলে
খ. সিলেটের জাফলং-এ
গ. সিলেটের মালনী ছড়ায়
ঘ. সিলেটের শ্রীমঙ্গলে
উত্তরঃ
 
94. 'ডাউন সিনড্রোম' বলতে বুঝানো হয় ---
ক. গর্ভস্থ শিশুর অপরিণত বিকাশ
খ. ধানগাছের বিশেষ রোগ
গ. নৈতিক অবক্ষয়ের লক্ষণ
ঘ. ফলের অপরিণত বিকাশ
উত্তরঃ
 
95. তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয় কত সালে?
ক. ১৯৫৬
খ. ১৯৬২
গ. ১৯৬৬
ঘ. ১৯৬৮
উত্তরঃ
 

96. বাংলাদেশের ভিতরে ভারতের কয়টি ছিটমহল ছিল?
ক. ৫৫টি
খ. ১১০টি
গ. ১১৪টি
ঘ. ১১১টি
উত্তরঃ
 
97. বায়ূ দূষণের জন্য প্রধানত দায়ী---
ক. অক্সিজেন
খ. নাইট্রোজেন
গ. কার্বন-মনোঅক্সাইড
ঘ. কার্বন-ডাইঅক্সাইড
উত্তরঃ
 
98. 'জিকা ভাইরাস' কোন দেশে সর্বপ্রথম ছড়ায়?
ক. ভারত
খ. আমেরিকা
গ. ব্রাজিল
ঘ. ইরাক
উত্তরঃ
 
99. মানুষের রক্তে শ্বেতকণিকা ও লোহিতকণিকার অনুপাত ----
ক. ১ : ৫০০
খ. ১ : ৬৫০
গ. ২ : ৭০০
ঘ. ১ : ৭০০
উত্তরঃ
 
100. ফেসবুক প্রতিষ্ঠা করা হয় কত সালে?
ক. ২০০০
খ. ২০০৩
গ. ২০০৪
ঘ. ২০০৫
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question