Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন


১৪তম (কলেজ/সমপর্যায়) বেসরকারি প্রভাষক নিবন্ধন পরিক্ষা (২০১৭) :: পরীক্ষার তারিখঃ- ২৫.০৮.২০১৭
 
91. "দীপ্যমান" শব্দের প্রকৃতি ও প্রত্যয় সঠিক কোনটি?
ক. দীপ্য+মান
খ. দিপ্য+মানচ
গ. দীপ+শানচ্
ঘ. দিপ+শানচ
উত্তরঃ
 
92. "ক্রিয়ারকাল ও পুরুষ " ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
ক. ধ্বনিতত্ত্বে
খ. রূপতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে
ঘ. অর্থতত্ত্বে
উত্তরঃ
 
93. শরীর > শরীল - শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য?
ক. সমীভবন
খ. বিষমীভবন
গ. অসমীভবন
ঘ. ধ্বনিবিপর্যয়
উত্তরঃ
 
94. "দুর্যোগ " এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. দুহঃ+যোগ
খ. দুঃ+যোগ
গ. দুর+যোগ
ঘ. দুরঃ+যোগ
উত্তরঃ
 
95. "উপকন্ঠ" শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. কন্ঠের সমীপে
খ. কন্ঠের সদৃশ
গ. উপ যে কন্ঠ
ঘ. কন্ঠ পর্যন্ত
উত্তরঃ
 

96. "তামার বিষ" বাগধারাটির অর্থ কী?
ক. অর্থের অভাব
খ. অর্থের প্রাচুর্য
গ. অর্থের কু-প্রভাব
ঘ. অর্থের অহংকার
উত্তরঃ
 
97. প্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে লেখেন ?
ক. রামমোহন রায়
খ. ন্যাথানিয়েল ব্রাসি হালহেড
গ. উইলিয়াম কেরী
ঘ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তরঃ
 
98. বাংলা ভাষায় সংস্কৃতি উপসর্গ কয়টি ?
ক. ২২টি
খ. ২১টি
গ. ২০টি
ঘ. ২৩টি
উত্তরঃ
 
99. উৎপত্তি অনুসারে বাংলা শব্দ সমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. ৪ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৫ ভাগে
ঘ. ৬ ভাগে
উত্তরঃ
 
100. "ইংরেজি" শব্দটি কোন ভাষা থেকে নেয়া হয়েছে?
ক. গ্রিক
খ. তুর্কী
গ. ফারসি
ঘ. পর্তুগিজ
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question