Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১১) :: পরীক্ষার তারিখঃ- হাসনাহেনা- ০৯.১২.২০১১
 
1. নাচে পাপ-সিন্ধু তুঙ্গ তরঙ্গ। মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ । নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে। পংক্তিটি কোন কবির রচনা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. শামসুর রাহমান
ঘ. ফররুখ আহমদ
উত্তরঃ
 
2. 'ক্রীতদাসের হাসি' শওকত ওসমান রচিত একটি ----
ক. নাটক
খ. উপন্যাস
গ. প্রবন্ধ
ঘ. ছোটগল্প
উত্তরঃ
 
3. 'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটির নাট্যকার ---
ক. সৈয়দ শামসুল হক
খ. জহির রায়হান
গ. আবদুল্লাহ আল মামুন
ঘ. জিয়া হায়দার
উত্তরঃ
 
4. কোনটি শুদ্ধ বানান?
ক. সঙকীর্নমনা
খ. সংকির্ণমনা
গ. সংকীর্নমনা
ঘ. সংকীর্ণমনা
উত্তরঃ
 
5. কোন বানানটি শুদ্ধ?
ক. রৌদ্রকরজ্জল
খ. রৌদ্দকরোজ্জল
গ. রৌদ্দ্রকরজ্জবল
ঘ. রৌদ্রকরোজ্জ্বল
উত্তরঃ
 

6. "আলোয়" আঁধার কাটে ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় ৭মী
খ. কর্মে ৭মী
গ. করণে ৭মী
ঘ. অপাদানে ৭মী
উত্তরঃ
 
7. ছেলেরা "ক্রিকেট" খেলে ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে শূন্য
খ. করণে শূন্য
গ. অপাদানে শূন্য
ঘ. অধিকরণে শূন্য
উত্তরঃ
 
8. 'অবোধ' কোন সমাস (নাই বোধ যায়)?
ক. অব্যয়ীভাব
খ. তৎপুরুষ
গ. কর্মধারয়
ঘ. বহুব্রীহি
উত্তরঃ
 
9. 'শশব্যস্ত' কোন সমাস (শশকের ন্যায় ব্যস্ত)?
ক. কর্মধারয়
খ. তৎপুরুষ
গ. বহুব্রীহি
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ
 
10. 'চলচ্চিত্র' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক. চলৎ + চিত্র
খ. চল + চিত্র
গ. চলচি + ত্র
ঘ. চলচ + চিত্র
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question