Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৪) :: পরীক্ষার তারিখঃ- আলফা- ১৮.০৪.২০১৪
 
51. কোন শব্দটি তৎপুরুষ শব্দ?
ক. কালি-কলম
খ. মধুমাখা
গ. দশানন
ঘ. মাতাপিতা
উত্তরঃ
 
52. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
ক. আরবি
খ. ফারসি
গ. ইংরেজি
ঘ. সংস্কৃত
উত্তরঃ
 
53. “কাকনিদ্রা” শব্দটির অর্থ কি?
ক. অগভীর সতর্ক নিদ্রা
খ. কাকের নিদ্রার ন্যায়
গ. অনিষ্ট চিন্তা
ঘ. কপট নিদ্রা
উত্তরঃ
 
54. বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক বাচক?
ক. বকধার্মিক, ভিজা বেড়াল
খ. রুই-কাতলা, কেউকেটা
গ. বকধার্মিক, বিড়াল তপস্বী
ঘ. অমাবশ্যার চাঁদ, আকাশ কুসুম
উত্তরঃ
 
55. “ঝাঁকের কই” বাগধারাটির অর্থ-
ক. অসম্ভব চালাক
খ. একতাই বল
গ. একই দলের লোক
ঘ. বর্ষাকালীন মাছ
উত্তরঃ
 

56. নিচের কোনটি শুদ্ধ?
ক. সৌজন্নতা
খ. সৌজন্যতা
গ. সৌজন্ন
ঘ. সৌজন্য
উত্তরঃ
 
57. শুদ্ধ বানানের শব্দ গুচ্ছ---
ক. স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
খ. ভবিষ্যত, ভৌগলিক, যক্ষা
গ. যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা
ঘ. ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত
উত্তরঃ
 
58. অশুদ্ধ শব্দ কোনটি?
ক. বীণাপানি
খ. প্রত্যুষ
গ. মূঢ়
ঘ. চরিত্র
উত্তরঃ
 
59. সঠিক উত্তর কোনটি?
ক. হত্যা করার ইচ্ছা = জিঘাংসা
খ. গম্ভীর ধ্বনি = বুক্কন
গ. হয়ত হবে = সম্ভাব্য
ঘ. যা লাফিয়ে চলে = তুরগ
উত্তরঃ
 
60. “ঋজু” শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. বঙ্কিম
খ. সরল
গ. বেঁটে
ঘ. ভঙ্গুর
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question