Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৪) :: পরীক্ষার তারিখঃ- আলফা- ১৮.০৪.২০১৪
 
41. “বাগাড়ম্বর” শব্দের সন্ধি-বিচ্ছেদ ---
ক. বাগ + আম্বর
খ. বাক্ + আড়ম্বর
গ. বাগ + আড়ম্বর
ঘ. বাক + অম্বর
উত্তরঃ
 
42. সন্ধির উদ্দেশ্য কোনটি?
ক. শব্দের মিলন
খ. ধ্বনিগত মাধুর্য সৃষ্টি
গ. শব্দগত মাধুর্য সৃষ্টি
ঘ. বর্ণের মিল
উত্তরঃ
 
43. বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?
ক. কবর
খ. শর্মিষ্ঠা
গ. নীল দর্পণ
ঘ. ভদ্রার্জুন
উত্তরঃ
 
44. ঐতিহাসিক নাটক কোনটি?
ক. নূরজাহান
খ. রাবণবধ
গ. সধবার একাদশী
ঘ. ডাকঘর
উত্তরঃ
 
45. “সব ঝিনুকে মুক্তা মিলে না” বাক্যে “ঝিনুকে” কোন কারকে কোন বিভক্তি?
ক. অপাদানে ৭মী
খ. কর্তায় দ্বিতীয়া
গ. কর্মে দ্বিতীয়া
ঘ. অধিকরণে ৭মী
উত্তরঃ
 

46. “কান্নায় শোক কমে” বাক্যে “কান্নায়” কোন কারক?
ক. করণ কারক
খ. অপাদান কারক
গ. সম্প্রদান কারক
ঘ. অধিকরণ কারক
উত্তরঃ
 
47. “ক্রীতদাসের হাসি” উপন্যাসের লেখক--
ক. আহসান হাবীব
খ. সৈয়দ ওয়ালী উল্লাহ
গ. শওকত ওসমান
ঘ. আবুল ফজল
উত্তরঃ
 
48. “অপরাজিত” উপন্যাসের লেখক--
ক. বিভুতিভূষণ বন্দোপাধ্যায়
খ. মানিক বন্দোপাধ্যায়
গ. শহীদুল্লাহ কায়সার
ঘ. নারায়ণ গঙ্গোপাধ্যায়
উত্তরঃ
 
49. “কবর” কবিতায় কতটি পংক্তি রয়েছে?
ক. ১৩টি
খ. ৯৬টি
গ. ১০২টি
ঘ. ১১৮টি
উত্তরঃ
 
50. জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি?
ক. সোজনবাদিয়ার ঘাট
খ. সকিনা
গ. রাখালী
ঘ. নকশী কাঁথার মাঠ
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question