Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৪) :: পরীক্ষার তারিখঃ- আলফা- ১৮.০৪.২০১৪
 
31. একটি দ্রব্য ৪০০ টাকায় ক্রয় করে ২০% ক্ষতিতে বিক্রয় করা হল। দ্রব্যটির বিক্রয়মূল্য কত?
ক. ৩২০ টাকা
খ. ৩৫০ টাকা
গ. ২৮০ টাকা
ঘ. ২৪০ টাকা
উত্তরঃ
 
32. কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
ক. ১৫
খ. ১২
গ. ১০
ঘ.
উত্তরঃ
 
33. ৬০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ঃ ৩। ঐ মিশ্রণে পানির পরিমাণ কত?
ক. ১৫ লিটার
খ. ১৮ লিটার
গ. ১২ লিটার
ঘ. ১০ লিটার
উত্তরঃ
 
34. ১৫টি ভেড়ার মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ৩০০০ টাকা হলে ৩টি ভেড়ার মূল্য কত?
ক. ২০০০ টাকা
খ. ১৫০০ টাকা
গ. ১৮০০ টাকা
ঘ. ১৬০০ টাকা
উত্তরঃ
 
35. ১, ৩, ৬, ১০, ১৫, ২১ ------ধারাটির দশম পদ কত?
ক. ৫৫
খ. ৩৬
গ. ৪৫
ঘ. ৭২
উত্তরঃ
 

36. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
ক. ৫৬ এবং ১৪ বছর
খ. ৩৬ এবং ৯ বছর
গ. ৩২ এবং ৮ বছর
ঘ. ৪০ এবং ১০ বছর
উত্তরঃ
 
37. একটি ক্লাসে ৩০ জন ছাত্র আছে। তাদের মধ্যে ১৮ জন ফুটবল খেলে, ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কতজন উভয়টিই খেলে?
ক. ৩ জন
খ. ৫ জন
গ. ১০ জন
ঘ. ৭ জন
উত্তরঃ
 
38. দুটি সংখ্যার গ. সা. গু ও ল. সা. গু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যাটি কত?
ক. ৪৮
খ. ৭২
গ. ৫২
ঘ. ৬০
উত্তরঃ
 
39. ৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের বয়সের গড় ৪০ বছর স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর বালকের বয়স কত?
ক. ১৩ বছর
খ. ১৬ বছর
গ. ১৫ বছর
ঘ. ১৪ বছর
উত্তরঃ
 
40. দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘণ্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?
ক. ৫ ঘণ্টায়
খ. ৬ ঘণ্টায়
গ. ৭ ঘণ্টায়
ঘ. ৮ ঘণ্টায়
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question