Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৫) :: পরীক্ষার তারিখঃ- ৩০.১০.২০১৫
 
11. পরপর ২টি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য হবে ৫৩।
ক. ২৭ এবং ২৮
খ. ২৬ এবং ২৭
গ. ২৮ এবং ২৯
ঘ. ২৫ এবং ২৬
উত্তরঃ
 
12. ৬৫ ডিগ্রী পূরক কোণের পরিমাণ কত?
ক. ১৩৫ ডিগ্রী
খ. ১২৫ ডিগ্রী
গ. ৩৫ ডিগ্রী
ঘ. ২৫ ডিগ্রী
উত্তরঃ
 
13. The right Bangla translation of "He came off with flying colours"?
ক. বিজয়ের গৌরব নিয়ে তিনি উড়ে এসেছিলেন
খ. তিনি রং ছিটাতে ছিটাতে এসছিলেন
গ. তিনি উড়ন্ত রং নিয়ে এসেছিলেন
ঘ. তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন
উত্তরঃ
 
14. কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?
ক. বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
খ. পাবলিক সার্ভিস কমিশন
গ. রাষ্ট্রপতির কার্যালয়
ঘ. নির্বাচন কমিশন
উত্তরঃ
 
15. তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি। -কোন ধরনের বাক্য?
ক. মিশ্র
খ. যৌগিক
গ. সরল
ঘ. জটিল
উত্তরঃ
 

16. বৃত্তের যে কোন দুটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তের একটি ---
ক. জ্যা
খ. চাপ
গ. ব্যাসার্ধ
ঘ. ব্যাস
উত্তরঃ
 
17. ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকায় ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
ক. ৬%
খ. ৫%
গ. ১২%
ঘ. ১০%
উত্তরঃ
 
18. The word"reproduction" is---
ক. an adjective
খ. a verb
গ. an adverb
ঘ. a noun
উত্তরঃ
 
19. বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন কে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. দীনবন্ধু মিত্র
গ. কালীপ্রসন্ন সিংহ
ঘ. রাজা রামমোহন রায়
উত্তরঃ
 
20. ”সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে” বাক্যটির সঠিক ইংরেজি কোনটি?
ক. He talks as if he knew everything
খ. He talks after knowing everything
গ. He talks like he knows everything
ঘ. He talks knowing everything
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question