Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৫) :: পরীক্ষার তারিখঃ- ২৭.০৬.২০১৫
 
1. ১২০ জন ছাত্রের মধ্যে ৩০ ছাত্র ফেল করলে পাশের হার কত?
ক. ৪০%
খ. ২৫%
গ. ৮০%
ঘ. ৭৫%
উত্তরঃ
 
2. নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার?
ক. উবন্টু
খ. এমএস ওয়ার্ড
গ. ওরাকল
ঘ. এমএস উইন্ডোজ
উত্তরঃ
 
3. ৩ সে. মি., ৪ সে. মি. ও ৫ সে. মি. বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হল। নতুন ঘনক এর বাহুর দৈর্ঘ্য কত?
ক. ৬ সে. মি.
খ. ৭ সে. মি.
গ. ৭.৫ সে. মি.
ঘ. ৬.৫ সে. মি.
উত্তরঃ
 
4. Which word is not a noun?
ক. Defame
খ. Indemnity
গ. Articulation
ঘ. Simulation
উত্তরঃ
 
5. কোন আসল ৩ বছরে সুদে-আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৫০০ টাকা হয়। শতকরা সুদের হার কত?
ক. ৫%
খ. ৬%
গ. ৪%
ঘ. ৭%
উত্তরঃ
 

6. "Salt of life" stands for---
ক. sorrows of life
খ. saline water
গ. valuable things
ঘ. sodium chloride
উত্তরঃ
 
7. 'To read between the lines' means--
ক. to read carefully
খ. to grasp the hidden meaning
গ. to concentrate
ঘ. to suspect
উত্তরঃ
 
8. ০.১ এর বর্গমূল কত?
ক. ০.২৫
খ. ০.০১
গ. ০.১
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 
9. বজ্রে তোমার বাজে বাঁশী? কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় শূন্য
খ. অধিকরণে ৭মী
গ. করণে ১মা
ঘ. অপাদানে ৭মী
উত্তরঃ
 
10. একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ২০২৫ বর্গমিটার। এর চারদিকে বেড়া দেয়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত?
ক. ১৬০ মিটার
খ. ২০০ মিটার
গ. ২২০ মিটার
ঘ. ১৮০ মিটার
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question