Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১৪) :: পরীক্ষার তারিখঃ- ০১.০৬.২০১৮
 
51. যদি x+1x=5 হয় ,তবে xx2+x+1 এর মান কত?
ক. 1/6
খ. 1/4
গ. 1/5
ঘ. 1/7
উত্তরঃ
 
52. a+1a=3  a2+1a2= ?
ক. 11
খ. 13
গ. 7
ঘ. 9
উত্তরঃ
 
53. কোন স্থানে যত লোক আছে তত ৫ পয়সা জমা করায় মোট ৩১.২৫ টাকা জমা হল। ঐ স্থানে কত লোক ছিল?
ক. ২৫
খ. ১২৫
গ. কোনোটিই নয়
ঘ. ৫৫
উত্তরঃ
 
54. একটি রাস্তার পাশে এক সারিতে ১৫ টি গাছ লাগানো আছে। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছে দুটি মধ্যে দূরত্ব কত ?
ক. ১৫০
খ. ১৪০
গ. ১০৯
ঘ. ১২০
উত্তরঃ
 
55. একজন ব্যাটসম্যান প্রথম তিনটি T-20 খেলায় ৮২, ৮৫ ও ৯২ রান করেন। চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান ৮৭ হবে?
ক. ৮৬
খ. ৮৭
গ. ৮৮
ঘ. ৮৯
উত্তরঃ
 

56. নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
ক. 1/3
খ. 3/6
গ. 5/21
ঘ. 2/7
উত্তরঃ
 
57. x4+x2+1 এর একটি উৎপাদক x2+x+1 অপর উৎপাদকটি কত?
ক. x2-x+1
খ. x-1
গ. x+1
ঘ. x2+x+1
উত্তরঃ
 
58. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিলো?
ক. সিপাহী
খ. ক্যাপ্টেন
গ. ল্যান্স নায়েক
ঘ. লেফটেন্যান্ট
উত্তরঃ
 
59. গ্রাউন্ড জিরো কোনটির সঙ্গে সম্পৃক্ত?
ক. ১/১১
খ. ৯/১১
গ. সুনামী
ঘ. ব্ল্যাক সেপ্টেম্বর
উত্তরঃ
 
60. URL হলো -
ক. ওয়েব এর বিভিন্ন ডকুমেন্ট ও অন্যান্য রিসোর্স এর ঠিকানা
খ. কতগুলো নেটওয়ার্ক এর বিভিন্ন রিসোর্স এর ঠিকানা
গ. শুধু একটি LAN এর বিভিন্ন রিসোর্স এর ঠিকানা
ঘ. একটি নেটওয়ার্কের ডোমেইন
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question