Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১৪) :: পরীক্ষার তারিখঃ- ০১.০৬.২০১৮
 
41. একটি গাড়ি ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে চলে, ৩ মিনিট ৩০ সেকেন্ডে উহা কত কিলোমিটার দূরে যাবে?
ক. ৩.৫
খ. ২১০
গ. ২০
ঘ.
উত্তরঃ
 
42. কোন সংখ্যার দ্বিগুনের সাথে 3 যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হয়। সংখ্যাটি নির্ণয় করুন।
ক. 3
খ. 5
গ. 6
ঘ. 4
উত্তরঃ
 
43. শতকরা ১ টাকা হার সুদে ১ টাকার সুদ ১ টাকা হবে কত বছরে ?
ক. ১০০০
খ.
গ. ১০০
ঘ. ১০
উত্তরঃ
 
44. ঢাকা থেকে রংপুরের দূরত্ব ৪৫ মাইল। হাসান ঘণ্টায় ৩ মাইল বেগে এবং শাহীন ঘণ্টায় ৪ মাইল বেগে হাটে। হাসান ঢাকা থেকে রওনা হওয়ার ১ ঘণ্টা পর শাহিন রংপুর থেকে রওনা হল। শাহিন কত মাইল হাঁটার পর হাসানের সাথে দেখা হবে?
ক. ২১
খ. ২৪
গ. ২০
ঘ. ২৩
উত্তরঃ
 
45. একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1 এবং সমষ্টি 7 ভগ্নাংশটি কত ?
ক. 4/3
খ. 1/6
গ. 2/5
ঘ. 3/4
উত্তরঃ
 

46. পরীক্ষায় 'ক' এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০,৮৫ ও ৭৫। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮০ হয়?
ক. ৭৮
খ. ৮২
গ. ৮৮
ঘ. ৯০
উত্তরঃ
 
47. একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুটি সমান্তরাল কিন্তু অসমান। একে বলে-
ক. ট্রাপিজিয়াম
খ. আয়তক্ষেত্র
গ. সামান্তরিক
ঘ. বর্গক্ষেত্র
উত্তরঃ
 
48. ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্র সমূহ কয়টি সমকোণ তৈরি করে ?
ক. 8
খ. 12
গ. 9
ঘ. 16
উত্তরঃ
 
49. x3+1 এবং x2-1 এর গ.সা.গু কত?
ক. X+1
খ. X-1
গ. (X+1)( X-1)(X-X+1)
ঘ. X( X-1)
উত্তরঃ
 
50. ৯০ ডিগ্রি কোণের সম্পুরক কোণ কত ডিগ্রি ?
ক. ১৮০
খ. ৯০
গ. ২৭০
ঘ.
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question