Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১৪) :: পরীক্ষার তারিখঃ- ০১.০৬.২০১৮
 
1. যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে তাকে বলে-
ক. সাধারণ অতীত
খ. পুরাঘটিত বর্তমান
গ. নিত্যবৃত্ত অতীত
ঘ. ঘটমান বর্তমান
উত্তরঃ
 
2. শুদ্ধ বানান কোনটি?
ক. ভবিষ্যৎ
খ. দীর্ঘজীবি
গ. সমীচিন
ঘ. আশির্বাদ
উত্তরঃ
 
3. "এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি"- চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ-
ক. দেবতার গ্রাস
খ. দুই বিঘা জমি
গ. পুরাতন ভৃত্য
ঘ. নিষ্ফল উপহার
উত্তরঃ
 
4. 'ব্যষ্টি' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
ক. সমষ্টি
খ. ভবিষ্যৎ
গ. সৃষ্টি
ঘ. বৃদ্ধি
উত্তরঃ
 
5. মন না মতি বাগধারাটির অর্থ কী ?
ক. অস্থির মানব মন
খ. অরাজগ
গ. অপদার্থ
ঘ. মূল্যবান
উত্তরঃ
 

6. সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা -এখানে সর্বাঙ্গে শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
ক. অধিকরণে দ্বিতীয়া
খ. কর্তায় সপ্তমী
গ. অধিকরণে সপ্তমী
ঘ. অপাদানে তৃতীয়া
উত্তরঃ
 
7. শব্দ ও ধাতুর মূলকে বলে-
ক. প্রকৃতি
খ. কারক
গ. বিভক্তি
ঘ. ধাতু
উত্তরঃ
 
8. সংবিধান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?
ক. সং+বিধান
খ. সম+ধান
গ. সং+অবিধান
ঘ. সম্+বিধান
উত্তরঃ
 
9. বাড়ি থেকে নদী দেখা যায়- কোন কারকে কোন বিভক্তি ?
ক. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
খ. অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি
গ. অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
ঘ. অধিকরণ কারকে তৃতীয়া বিভক্তি
উত্তরঃ
 
10. 'সার্বভৌম' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?
ক. সার্ব+ভৌম
খ. সর্বভূমি+ ষ্ঞ
গ. সার্বভৌ+ ম
ঘ. ষ্ঞ+ সর্বভূমি
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question