Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১৪) :: পরীক্ষার তারিখঃ- ২৬.০৫.২০১৮
 
71. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন -
ক. উথান্ট
খ. কফি আনান
গ. কুর্টওয়ার্ল্ড হেইম
ঘ. দ্যাগ হ্যামারশোল্ড
উত্তরঃ
 
72. ভিটামিন সি এর রাসায়নিক নাম কি?
ক. সাইট্রিক এসিড
খ. ফরমিক এসিড
গ. নাইট্রিক এসিড
ঘ. অ্যাসকরবিক এসিড
উত্তরঃ
 
73. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ' অসমাপ্ত আত্মজীবনী ' প্রকাশিত হয় কোন সনে?
ক. ২০১১
খ. ২০১৩
গ. ২০১২
ঘ. ২০১৫
উত্তরঃ
 
74. ভারতের প্রথম মুদ্রা প্রবর্তন করেন -
ক. মুহাম্মদ বিন তুঘলক
খ. শের শাহ
গ. ইলতুতমিশ
ঘ. লর্ড কর্নওয়ালিস
উত্তরঃ
 
75. ১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?
ক. জয়নুল আবেদীন
খ. হাসেম খান
গ. রফিকুন্নবী
ঘ. কামরুল হাসান
উত্তরঃ
 

76. জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে সার্কভুক্ত কোন দেশটি সবচেয়ে ছোট?
ক. মালদ্বীপ
খ. ভুটান
গ. শ্রীলঙ্কা
ঘ. নেপাল
উত্তরঃ
 
77. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলে -
ক. সফটওয়্যার
খ. ROM
গ. RAM
ঘ. হার্ডওয়্যার
উত্তরঃ
 
78. " সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই" - উক্তিটি কার?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. চন্ডীদাস
উত্তরঃ
 
79. নিচের কোনটি গ্রীনহাউজ গ্যাস?
ক. CO2
খ. নাইট্রোজেন
গ. অক্সিজেন
ঘ. হাইড্রোজেন
উত্তরঃ
 
80. বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়?
ক. বীর প্রতীক
খ. বীর উত্তম
গ. বীর বিক্রম
ঘ. বীরশ্রেষ্ঠ
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question