Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১৪) :: পরীক্ষার তারিখঃ- ২৬.০৫.২০১৮
 
51. স্বাধীনতা যুদ্ধ কালে বাংলাদেশের অস্থায়ী সরকার কোন তারিখে গঠিত?
ক. ২৬ মার্চ
খ. ১৬ ডিসেম্বর
গ. ১৭ এপ্রিল
ঘ. ২৫ মার্চ
উত্তরঃ
 
52. বাংলার মুখ আমি দেখিয়াছি, পৃথিবীর মুখ দেখিতে চাই না আর - কার লেখা?
ক. জসিমউদ্দিন
খ. জীবনানন্দ দাস
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ
 
53. " এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি " এর রচয়িতা কে?
ক. সুকান্ত ভট্টাচার্য
খ. কাজী নজরুল ইসলাম
গ. সৈয়দ শামসুল হক
ঘ. জীবনানন্দ দাস
উত্তরঃ
 
54. ' যার দুই হাত সমান চলে ' এক কথায় কি বলে?
ক. সমান তালী
খ. সব্যচাষি
গ. দু ' হাতি
ঘ. সব্যসাচী
উত্তরঃ
 
55. সন্ধি বিচ্ছেদ করুন - 'কথাচ্ছলে'
ক. কথা + চ্ছল
খ. কথা + ছলে
গ. কোনটিই নয়
ঘ. কথা + চ্ছলে
উত্তরঃ
 

56. ৪ টি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি?
ক. ড্যাস
খ. দাড়ি
গ. হাইফেন
ঘ. সেমিকোলন
উত্তরঃ
 
57. লাজওয়াব শব্দটির " লা " কোন ধরনের উপসর্গ?
ক. ফারসি
খ. হিন্দি
গ. আরবি
ঘ. ইংরেজি
উত্তরঃ
 
58. নোবের পুরষ্কার প্রবর্তকের মূল আবিষ্কার প্রধানত কী কাজে ব্যবহৃত হয়?
ক. ধ্বংসের জন্য
খ. সৃষ্টির জন্য
গ. শিল্প উন্নয়নের জন্য
ঘ. যোগাযোগের জন্য
উত্তরঃ
 
59. আগুনের পরশমনি - উপন্যাসের উপজীব্য বিষয় কি?
ক. বঙ্গভঙ্গ
খ. তেভাগা আন্দোলন
গ. মুক্তিযুদ্ধ
ঘ. ভাষা আন্দোলন
উত্তরঃ
 
60. কৈশোর - শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. কিশোর + ষ্ণ
খ. কৈশো + র
গ. কৈ + শোর
ঘ. কে + শোর
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question