Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১৪) :: পরীক্ষার তারিখঃ- ১১.০৫.২০১৮
 
61. CPU এর পূর্ণরপ কী ?
ক. Computer processing unit
খ. Central power unit
গ. Computer power unit
ঘ. Central processing unit
উত্তরঃ
 
62. মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব -
ক. বীর উত্তম
খ. বীর প্রতীক
গ. বীরশ্রেষ্ঠ
ঘ. বীর বিক্রম
উত্তরঃ
 
63. উত্তরা গনভবন কোন জেলায় অবস্থিত ?
ক. বগুড়া
খ. নাটোর
গ. রংপুর
ঘ. রাজশাহী
উত্তরঃ
 
64. ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালি ?
ক. পক প্রণালি
খ. জিব্রাল্টার প্রণালি
গ. মালাক্কা প্রণালি
ঘ. হরমুজ প্রণালি
উত্তরঃ
 
65. কুসুম্বা মসজিদ টি কোথায় অবস্থিত ?
ক. কুমিল্লা
খ. নাটোর
গ. নওগাঁ
ঘ. ঢাকা
উত্তরঃ
 

66. নিম্নের কোন দেশটি আফ্রিকা মহাদেশের নয় ?
ক. নাইজেরিয়া
খ. আলবেনিয়া
গ. তিউনিসিয়া
ঘ. আলজেরিয়া
উত্তরঃ
 
67. কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে ?
ক. ডব্লিউএইচও
খ. ইউনেস্কো
গ. ইউএনডিপি
ঘ. ইউনিসেফ
উত্তরঃ
 
68. তিস্তা নদীর উৎপত্তিস্থল
ক. সিকিমের পার্বত্য অঞ্চল
খ. লুসাই পাহাড়
গ. হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ
ঘ. তিব্বতের মানস সরোবর
উত্তরঃ
 
69. বজ্রপাতের সময় থাকা উচিত ?
ক. খোলা মাঠে দিড়িয়ে
খ. উঁচু দেয়ালের কাছে
গ. গুহার ভিতর বা মাটিতে শুয়ে
ঘ. উঁচু গাছের নিচে
উত্তরঃ
 
70. মোডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে__
ক. টেলিফোন লাইনের সংযোগ সাধন করা
খ. ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়
গ. টেলিভিশন লাইনের সংযোগ সাধন হয়
ঘ. বৈদ্যুতিক লাইনের সংযোগ সাধন হয়
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question