Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১৪) :: পরীক্ষার তারিখঃ- ১১.০৫.২০১৮
 
51. ৭৫০০ টাকা ১ : ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য হবে -
ক. ২৬০০
খ. ৩০০০
গ. ২৫০০
ঘ. ২০০০
উত্তরঃ
 
52. ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে, সুদের হার কত ?
ক. ৬%
খ. ১০%
গ. ১২%
ঘ. ৫%
উত্তরঃ
 
53. যে পরিমাণ খাদ্যে ২০০ জন লোকের ২০ সপ্তাহ চলে, ঐ পরিমাণ খদ্যে কত জন লোকের ৮ সপ্তাহ চলবে ?
ক. ৫০০
খ. ৪০০
গ. ৬০০
ঘ. ৩০০
উত্তরঃ
 
54. একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা ৬০% পরীক্ষাথী পাশ করেছে। যারা পাশ করেনি তাদের ১৫ জন বিদেশে চলে গেল এবং ৪৫ জন ব্যবসা শুরু করল ।কতজন পরীক্ষাথী পরীক্ষায় অংশগ্রহণ করেছে ?
ক. ২৫০
খ. ১০০
গ. ১৫০
ঘ. ২০০
উত্তরঃ
 
55. চাউলের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৭৫০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া গেল.১ কেজি চালের পূর্বমূল্য কত ছিল ?
ক. ২৫
খ. ৩৫
গ. ৪৫
ঘ. ৫০
উত্তরঃ
 

56. টাকায় ৫টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়.১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে ?
ক. ৩টি
খ. ৪টি
গ. ২টি
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 
57. একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুয়ে আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
ক. ৪৫
খ. ৪১
গ. ৪৭
ঘ. ৪২
উত্তরঃ
 
58. একটি কলম ও বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মূল্য ১৫ টাকা বেশি এবং বইটির মূল্য ১৪ টাকা কম হলে, বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত টাকা ?
ক. ৪০
খ. কোনোটিই নয়
গ. ৪৬
ঘ. ৪৯
উত্তরঃ
 
59. xy এর সাথে কত যোগ করলে যোগফল 2yx হবে?
ক. 2z2-y2xy
খ. 2y2-x2xy
গ. z2-2p2xy
ঘ. z2-y2xy
উত্তরঃ
 
60. দুটি সংখ্যার ল.সা.গু এবং এর গুণফল সংখ্যা দুটির ---
ক. গড়ের সমান
খ. ভাগফলের সমান
গ. গুণফলের সমান
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question