Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১৪) :: পরীক্ষার তারিখঃ- ২০.০৪.২০১৮
 
71. Adult Cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেওয়া হয়েছে?
ক. শেলী
খ. ডলি
গ. মলি
ঘ. নেলী
উত্তরঃ
 
72. জাতিসংঘের অঙ্গসংস্থা নয় কোনটি?
ক. আর্ন্তজাতিক রেডক্রস
খ. বিশ্ব খাদ্য সংস্থা
গ. বিশ্বস্বাস্থ্য সংস্থা
ঘ. আর্ন্জাতিক আদালত
উত্তরঃ
 
73. বিশ্বের রাজধানী বলা হয় নিম্নের কোন শহরকে ?
ক. রোম
খ. লন্ডল
গ. টোকিও
ঘ. নিউইয়র্ক
উত্তরঃ
 
74. বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মহিলা পবর্তারোহী কে?
ক. নিশাত মজুমদার
খ. রাবেয়া ভুইয়া
গ. নাজিয়া সুলতানা
ঘ. ওয়াসফিয়া নাজনীন
উত্তরঃ
 
75. কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী দেশ?
ক. মিয়ানমার
খ. ভুটান
গ. চীন
ঘ. নেপাল
উত্তরঃ
 

76. ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন-
ক. সম্রাট জাহাঙ্গীর
খ. শায়েস্তা খান
গ. ইসলাম খাঁ
ঘ. সম্রাট আকবর
উত্তরঃ
 
77. সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘেল ইউনেস্কো সংস্কৃতির ঐত্যিহের তালিকায় স্থান পেয়েছেন?
ক. রত যাত্রা
খ. একুশের বই মেলা
গ. একুশের প্রভাব
ঘ. মঙ্গল শোভাযাত্রা
উত্তরঃ
 
78. মৌলিক পদার্থ কোনটি?
ক. লোহা
খ. পিতল
গ. বাতাস
ঘ. জল
উত্তরঃ
 
79. কোনটি সবচেয়ে বড় ডাটার একক?
ক. কিলোবাইট
খ. গিগাবাইট
গ. টেরাবাইট
ঘ. মেগাবাইট
উত্তরঃ
 
80. নিম্নোক্ত ব্যাক্তিগনের মধ্যে কে শ্রেষ্ঠ নন?
ক. মোস্তাফা কামাল
খ. মুন্সী আবদুর রহিম
গ. হামিদুর রহমান
ঘ. নূর মোহাম্মদ শেখ
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question