Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১৪) :: পরীক্ষার তারিখঃ- ২০.০৪.২০১৮
 
51. একজনের ক্রিকেটারের ১০ ইনিংসের রানের গড় ৪৫.৫। ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংসে মিলিয়ে তার রানের গড় ৫০ হবে।
ক. ৯০
খ. ৯৬
গ. ৯৮
ঘ. ৯৫
উত্তরঃ
 
52. একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ। বইটির মূল্য কত?
ক. ৪৬ টাকা
খ. ৪৯ টাকা
গ. কোনোটিই নয়
ঘ. ৫০ টাকা
উত্তরঃ
 
53. ক, খ, ও গ এর বেতনের ৭:৫:৩ । খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে, ক- এর বেতন কত?
ক. ৩৩৩ টাকা
খ. ৫৫৫ টাকা
গ. ৮৮৮ টাকা
ঘ. ৭৭৭ টাকা
উত্তরঃ
 
54. ২% হার সুদের ১০০ টাকার ৩ বছরের সুদ অপেক্ষা ৩% সুদে ঐ টাকার ৩ বছরের সুদ কত বেশি হবে?
ক. ১ টাকা
খ. ২ টাকা
গ. ৩ টাকা
ঘ. ৪ টাকা
উত্তরঃ
 
55. 4x4+1 কে উৎপাদনকে বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যাবে--
ক. (2x2+2x+1)(2x2-2x-1)
খ. (2x2+2x-1) (2x2-2x-2)
গ. (2x2+2x-1) (2x2-2x+1)
ঘ. (2x2+2x-1) (2x2-2x-1)
উত্তরঃ
 

56. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে?
ক. ১২
খ. ১৪.
গ. ১০
ঘ. ১৩
উত্তরঃ
 
57. প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক ১২, ৯, ১৫, ৫, ২০, ৮, ২৫, ১৭, ২১ , ২৩, ১১
ক. ১৪
খ. ১৫
গ. ১২
ঘ. ১৬
উত্তরঃ
 
58. কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত?
ক. ৬৪
খ. ৮৫
গ. ৭০
ঘ. ৭৫
উত্তরঃ
 
59. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সে.মি হলে এর অতিভুজের মান কত?
ক. ৭ সে.মি
খ. ৮ সে.মি
গ. ৫ সে.মি
ঘ. ৪ সে.মি
উত্তরঃ
 
60. দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটির বিপরীত কোণকে অপরটির কী বলা হয়?
ক. সম্পূরক কোণ
খ. বিপ্রতীপ কোণ
গ. সন্নিহিত কোণ
ঘ. পূরক কোণ
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question