Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১৪) :: পরীক্ষার তারিখঃ- ২০.০৪.২০১৮
 
1. "নীল লোহিত " কার ছদ্মনাম?
ক. সমর সেন
খ. রাজ শেখর বসু
গ. সমরেশ মজুমদার
ঘ. সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তরঃ
 
2. প্রাচীন এর বিপরীতার্থক শব্দ কী?
ক. বর্তমান
খ. অর্বাচীন
গ. নতুন
ঘ. কোনটিই নয়
উত্তরঃ
 
3. “কথায় বর্ণনা করা যায় না” এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কী?
ক. অনিবর্চনীয়
খ. বর্ণনাতীত
গ. অবর্ণনীয়
ঘ. নির্বচনীয়
উত্তরঃ
 
4. "একাদশে বৃহস্পতি" বচাগধারাটির অর্থ কী?
ক. বিপদে পড়া
খ. সৌভাগ্যের বিষয়
গ. দিনের প্রথম ভাগ
ঘ. আনন্দের বিষয়
উত্তরঃ
 
5. কোন বানানটি শুদ্ধ?
ক. আদ্যাক্ষর
খ. আদ্যখর
গ. আদ্যোক্ষর
ঘ. আদ্যক্ষর
উত্তরঃ
 

6. কোনটি জহির রায়হানের রচিত উপন্যাস নয়?
ক. নিষ্কৃতি
খ. কয়েকটি মৃত্যূ
গ. শেষ বিকেলের মেয়ে
ঘ. তৃষ্ণা
উত্তরঃ
 
7. "দুদান্ত" এ বিপরীত শব্দ কোনটি?
ক. সুবিনীত
খ. কোমল
গ. নিরীহ
ঘ. সস্থির
উত্তরঃ
 
8. নিকুঞ্জ শব্দের সঠিক অর্থ কোনটি?
ক. বাগান
খ. পাখির বাসা
গ. খড়ের ঘর
ঘ. খেলার মাঠ
উত্তরঃ
 
9. ‘বৃষ্টি পড়ে টাপুর’-এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ?
ক. পদের দ্বিরুক্তি
খ. ছড়ার শব্দ
গ. শব্দের দ্বিরুক্তি
ঘ. ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
উত্তরঃ
 
10. লোক সাহিত্য কাকে বলে?
ক. লোক সাধারনের কল্যাণে দেবতার প্রস্তুতিমূলক রচনাকে
খ. লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে বলে
গ. গ্রামীণ অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
ঘ. গ্রামীণ নরনারীর প্রণয় সংবলিত উপখ্যানকে
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question